Life Science GK Bengali PDF Part - 22
![]() |
Life Science GK Bengali PDF Part - 22 |
333. যে
কলার মাধ্যমে উদ্ভিদের খাদ্য সংবহন হয় তার নাম কি ?
উঃ-
ফ্লোয়েম কলা।
334.
উদ্ভিদের সংবহনের মাধ্যম কি ?
উঃ-
জল।
335.
উদ্ভিদের দেহে উপস্থিত সংবহন কলা দুটির নাম কি ?
উঃ-
জাইলেম ও ফ্লোয়েম।
336.
উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মূল থেকে পাতায় পৌঁছায় ?
উঃ-
জাইলেম কলার মাধ্যমে।
337.
জাইলেমের কোন উপাদানটি সজীব ?
উঃ-
জাইলেম প্যারেনকাইমা।
338.
উদ্ভিদের কোন্ কোন্ অঙ্গের মাধ্যমে বাষ্প মোচন ঘটে ?
উঃ-
পত্ররন্ধ্র, কিউটিকল ও লেন্টিসেল।
339.
বাষ্পমোচন কখন ঘটে ?
উঃ-
দিনের বেলায় সূর্যালোকে।
340.
পত্ররন্ধ্রে যে অর্ধচন্দ্রাকার কোষ দেখা যায় তাকে কি বলে ?
উঃ-
রক্ষীকোষ বা প্রহরী কোষ।
341. পাট কি
ধরনের তন্তু ?
উঃ-
স্ক্লেরেনকাইমা তন্তু (sclerenchyma fibre)।
342. কোন
বিজ্ঞানী বাষ্পমোচনকে উদ্ভিদের প্রয়োজনীয় ক্ষতি বলেছেন ?
উঃ-
বিজ্ঞানী কার্টিস।
343. কোন
কোন উদ্ভিদের নিঃস্রাবন ঘটে ?
উঃ-
কচু, কলাবতী, টম্যাটো প্রভৃতি উদ্ভিদের।
344. কোন
অঙ্গের মাধ্যমে নিঃস্রাবন ঘটে ?
উঃ-
জলপত্ররন্ধ্র।
345. মেঘলা দিনে বাষ্পমোচন হয় কি ?
উঃ-
হ্যাঁ হয় (তবে পরিমাণে কম)।
346. দুটি
বাষ্পমোচন প্রতিরোধী বস্তুর নাম কি ?
উঃ-
কার্বন ডাই-অক্সাইড এবং ভেসলিন।
347.
ফ্লোয়েম কলার অন্তর্গত মৃত উপাদানটি কি ?
উঃ-
ফ্লোয়েম তন্তু।
348.
বাষ্পমোচনের হার পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উঃ-
গ্যানং পোটোমিটার।
349. নিবশিত
পত্ররন্ধ্র কোন্ উদ্ভিদে দেখা যায় ?
উঃ-
জাঙ্গল উদ্ভিদে (যেমন- করবী)।
350. যে
পর্দার মধ্যে দিয়ে দ্রবণের দ্রাবক চলাচল করতে পারে, কিন্তু দ্রাব
পারে না তাকে কি বলে
উঃ-
অর্ধভেদ্য পর্দা।
351.
কোষপর্দা কী জাতীয় পর্দা ?
উঃ-
অর্ধভেদী ঝিল্লি ।
352.
বাষ্পমোচন টান ও সমসংযোগ- অসমসংযোগ মতবাদের প্রবক্তা কারা ?
উঃ-
ডিক্সন ও জলি।
353.
পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উঃ-
পটাশিয়াম আয়ন।
354.
ফণীমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন ?
উঃ-
বাষ্পমোচন রোধের জন্য।
355. মাটির
কোন জল উদ্ভিদ মূলরোম দ্বারা শোষণ করে ?
উঃ-
কৈশিক জল।
356. একটি
অর্ধভেদ্য পর্দার উদাহরণ দাও।
উঃ-
মাছের পটকা।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।