Latest

Monday, February 21, 2022

Life Science GK Bengali PDF Part - 21 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২১

 Life Science GK Bengali PDF Part - 21

Life Science GK Bengali PDF Part - 21
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 21 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২১ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali

308. পশ্চিমবঙ্গের দুটো সংরক্ষিত বনের নাম বল।

উঃ- সজনেখালি এবং চাপড়ামারি।

309. ভারতের দুটি লুপ্তপ্রায় উদ্ভিদের নাম কি ?

উঃ‌- কলসপত্রী এবং সর্পগন্ধা।

310. যে অরণ্যে বন্যপ্রাণীরা নির্ভয়ে বসবাস ও বংশবৃদ্ধি করতে পারে তাকে কি বলে ?

উঃ- অভয়ারণ্য।

311. WPA - এর পুরো নাম কি ?

উঃ- Wildlife Protection  Act.

312. IUCN -  - এর পুরো নাম কি ?

উঃ- International Union for Conservation of Nature and natural resource.

313. WWF - - এর পুরো নাম কি ?

উঃ- World Wildlife Fund.

314. কত সালে বন্যজীব সংরক্ষণ আইন চালু হয় ?

উঃ- 1972 সালে।

315. পশ্চিমবঙ্গের কোথায় পাখিরালয় আছে ?

উঃ- সুন্দরবনের সজনেখালিতে।

316. কচ্ছের রান অঞ্চলে কোন দুর্লভ প্রাণী পাওয়া যায় ?

উঃ- বুনো গাধা।

317. জলদাপাড়া ছাড়া ভারতের আর কোথায় গন্ডার সংরক্ষণ কেন্দ্র আছে ?

উঃ- আসামের কাজিরাঙ্গা অরণ্যে।

318. ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কি ?

উঃ- প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস ( Panthera tigris tigris) ।

319. শ্বসনে সর্বদাই কোন গ্যাস উৎপন্ন হয় ?

উঃ- কার্বন ডাই-অক্সাইড।

320. গির অরণ্যে প্রধান সংরক্ষিত প্রাণীটির নাম কি ?

উঃ- সিংহ।

321. ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত জীবের অস্তিত্ব পাওয়া যায় ?

উঃ- 6 কিলোমিটার।

322. ফ্লোরা ও ফনা কি?

উঃ- বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা এবং প্রাণী গোষ্ঠীকে ফোনা বলে।

323. যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের কি বলে ?

উঃ- নেকটন।

324. যেসব প্রাণী জলাশয়ের নীচের তলে বসবাস করে তাদের কি বলে ?

উঃ- বেনথস্ ।

325. যে খাদ্য শৃঙ্খল বড় প্রাণী থেকে শুরু হয়ে পরজীবী প্রাণীতে শেষ হয় তাকে কি বলে ?

উঃ- পরজীবী খাদ্য শৃঙ্খল।

326. পৃথিবীর কঠিনতম অংশকে কি বলে ?

উঃ- লিথোস্ফিয়ার।

327. পৃথিবীর চারদিকে যে গ্যাসীয় আবরণ আছে তাকে কি বলে ?

উঃ- অ্যাটমসফিয়ার।

328. ডেট্রিটাস কি ?

উঃ- পচনশীল জৈব বস্তুকে ডেট্রিটাস বলে।

329. ডেট্রিভোর কি ?

উঃ- যে সমস্ত প্রাণীরা পচনশীল জৈব বস্তুগুলিকে খাদ্যরূপে গ্রহণ করে তাদের ডেট্রিভোর বলে।

330. বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত ?

উঃ- 0.03% 

331. বায়ুমন্ডলে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ কত ?

উঃ-  20.60% ।

332. বায়ুমন্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত ?

উঃ- 77.17% ।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here