Latest

Thursday, February 3, 2022

Bengali Mixed GK Part - 2 ।। বাংলা জিকে পর্ব - ২ ।। Free PDF Download

 Bengali Mixed GK Part - 2 


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 2 ।। বাংলা জিকে পর্ব - ২ ।। Free PDF Download ।

আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

Bengali Mixed GK


১। ‘ওখা’ বন্দর কোথায় অবস্থিত ?

উঃ গুজরাতে।

২। ধর্ম স্থানের জন্য বিখ্যাত কোন শহর ?

উঃ বেনারস।

৩। বেদ শব্দের অর্থ কী ?

উঃ জ্ঞান।

৪। ‘সিটি অফ লেকস’ কোন শহর কে বলে ?

উঃ হাইদ্রাবাদ।

৫। ‘এশিয়ার রোম’ কোন শহর কে বলা হয় ?

উঃ দিল্লি।

৬। কমলা লেবুর শহর কাকে বলে ?

উঃ নাগপুর।

৭। কোন শহর কে সামরিক শহর বলা হয় ?

উঃ মিরাট।

৮। কোন শহর কে ‘মার্স’ শহর বলা হয় ?

উঃ মিথেন।

৯। প্রাচীন ভারতের একমাত্র যথার্থ ইতিহাস গ্রন্থ কোনটি ?

উঃ কলহনের রাজতরঙ্গিনী।

১০। এলিজাবেথ নামক অস্কার বিজয়ী ছবির পরিচালক কে?

উঃ শেখর কাপুর

১১। ঔজ্বল্য নির্ণয় করা হয় কোন যন্ত্রে ?

উঃ কলোরিমিটারে।

১২। “ওয়ার এন্ড পিস” কার রচনা ?

উঃ লিও টলস্টয়।

১৩। RBI এর সেন্ট্রাল বোর্ডের নতুন ডিরেক্টর কে ?

উঃ তরুন বাজাজ

১৪। ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্রাটোস্ফিয়ারের ওজোনের কত ঘনত্ব থাকে ?

উঃ ২০০ ডবসন ইউনিটের কম।

১৫। ভারতের বিখ্যাত লেগুন হ্রদ কোনটি ?

উঃ চিল্কা হ্রদ।

১৬। গোয়ার মার্মাগাঁও কি জন্য বিখ্যাত ?

উঃ আকরিক লোহা রপ্তানি বন্দর।

১৭। রপ্তানি বাণিজ্যে প্রথম কোন শহর

উঃ মার্মাগাঁও

১৮। মহানগর কাকে বলে ?

উঃ যেখানে ১০ লক্ষ বা তার বেশি মানুষ থাকে।

১৯। নগর কাকে বলে ?

উঃ যেখানে ১ লক্ষ মানুষ থাকে।

২০। শহর কাকে বলে ? 

উঃ যেখানে ৫ হাজার মানুষ থাকে

আজকের Bengali Mixed GK Part - 2 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -

PDF Details:
PDF Name : Bengali Mixed GK Part - 2
Language : বাংলা
PDF Size : 0.15 MB
No. of Pages : 01
Download Link : Click Here To Download