Latest

Thursday, February 3, 2022

Life Science GK Bengali PDF Part - 3 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৩

 Life Science GK Bengali PDF Part - 3

Life Science GK Bengali PDF Part - 3
Life Science GK Bengali PDF Part - 3

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 3 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৩ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

১০১) রক্তে শর্করা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

উঃ- গ্লুকাগন ইনসুলিন প্রভৃতি কিছু হরমোনের দ্বারা।

১০২) সরল অ্যামাইনো এসিড সৃষ্টি হয় কেন ?

উঃ- প্রোটিন সম্বলিত খাদ্যদ্রব্যের পরিপাক ক্রিয়ার ফলে।

১০৩) কোষস্থ প্রোটোপ্লাজম থেকে রক্তে কি কি উপাদান তৈরি হয় ?

উঃ- উৎসেচক ও প্রোটিন।

১০৪) কোন কোন খাদ্য বিপাকের ফলে গ্লিসারল এবং ফ্যাটি এসিড তৈরি করে ?

উঃ- স্নেহ জাতীয় খাদ্য এবং ফ্যাট সম্পন্ন খাদ্য।

১০৫) বৃক্কের প্রধান ভূমিকা কি ?

উঃ- রেচন কার্য সম্পন্ন করা।

১০৬) মানুষের বৃক্কের আকৃতি কেমন ? আনুমানিক ওজন কত ?

উঃ- একজোড়া শিম বীজের আকৃতি বিশিষ্ট। প্রায় ১৫০ গ্রাম।

১০৭) বৃক্ষ ছাড়া আর কোন কোন অঙ্গ রেচন কার্যে সহায়তা করে ?

উঃ- যকৃত , ফুসফুস ও চর্ম।

১০৮) বৃক্কের কার্যমূলক ও গঠনমূলক একক কি ?

উঃ- নেফ্রন।

১০৯) দূষিত রেচন পদার্থযুক্ত রক্তের পরিশ্রুত করণ কোথায় হয় ?

উঃ- গ্লামোরিউলাসে।

১১০) কার মাধ্যমে পরিস্রুত তরলের প্রয়োজনীয় অংশ পুনঃশোষণ সম্ভব হয় ?

উঃ- বৃক্কীয় নালিকার মাধ্যমে।

১১১) বৃক্কের প্রধান কাজ কি ?

উঃ- জীবদেহে ও রক্তে জলের ভারসাম্য অক্ষুন্ন রাখা। আর দূষিত ও ভেষজ পদার্থকে দেহ থেকে নির্গত হতে সাহায্য করা।

১১২) গরমে মানুষের ত্বক ভিজে যায় কেন ?

উঃ- চর্মে অবস্থিত স্বেদগ্রন্থি ও ঘর্মগ্রন্থি থেকে দেহস্থিত প্রয়োজনাতিরিক্ত জল, খনিজ লবণ, ইউরিয়া ও অ্যামোনিয়া ক্ষরিত হয় বলে ত্বক ভিজে যায় ।

১১৩) মানুষের জিহ্বা বা কোন পেশি দ্বারা গঠিত ?

উঃ- ঐচ্ছিক পেশী।

১১৪) মানুষের জিহ্বায় যে অসংখ্য গুটিকা থাকে তাদের মধ্যে কি অবস্থিত ?

উঃ- স্বাদকোরক।

১১৫) জিহ্বার কোন অংশে অম্ল স্বাদ গ্রাহক থাকে ?

উঃ- দুই পাশে।

১১৬) ত্বকের কোন অংশে স্বেদগ্রন্থি ও রোমকূপ থাকে ?

উঃ- অন্তঃত্বকে স্বেদগ্রন্থি ও ঘর্মগ্রন্থি এবং বহিঃত্বকে রোমকূপ থাকে।

১১৭) ত্বকের রিসেপ্টর-এর কাজ কি ?

উঃ- উদ্দীপনা গ্রহণ করা।

১১৮) হরমোন কি ?

উঃ- একপ্রকার প্রোটিন ধর্মী জৈব রাসায়নিক পদার্থ।

১১৯) ক্রিয়া সম্পাদনের পর হরমোনের পরিণতি কি হয় ?

উঃ- ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়।

১২০) হরমোনকে কেন কেমিক্যাল ম্যাসেঞ্জার বা রাসায়নিক বার্তা আখ্যা দেওয়া হয়েছে ?

উঃ- কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ কার্য সম্পন্ন করে বলে ।

১২১) হরমোন মানবদেহে কোন বিশেষ কার্য সম্পাদন করে ?

উঃ- কোষ বিভাজন ও বৃদ্ধির সহায়ক।

১২২) মানবদেহে হরমোন ক্ষরণের স্থান কোনটি ?

উঃ- অনালগ্রন্থি (অন্তঃক্ষরা)।

১২৩) ( T.S.H ) কি ?

উঃ- থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।

১২৪) হৃদগতি বৃদ্ধি পাওয়ার মূলে কি থাকে ?

উঃ- থাইরক্সিন।

১২৫) থাইরক্সিন এর প্রভাবে মৌল বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় ?

উঃ- বৃদ্ধি পায়।

১২৬) থাইরক্সিন-এর ক্ষরণ হাস পেলে বয়স্কদের কি কি দৈনিক সমস্যা দেখা দেয় ?

উঃ- বয়স্কদের মিক্সিডিমা রোগ অর্থাৎ চোখ-মুখ অস্বাভাবিক ফুলে যায়, রক্তে শর্করা হ্রাস পায়, মাথার চুল ও দেহের রোম উঠে যায়, গলার স্বর মোটা হয় আর যৌন লক্ষণ দ্রুত হ্রাস পায়।

১২৭) চোখ অস্বাভাবিক বড় হয়ে যায় ও গলগন্ড রোগ হয় কিসের প্রভাবে ?

উঃ- থাইরক্সিন অধিক ক্ষরণের ফলে।

১২৮) থাইরক্সিন সংবহন তন্ত্রের উপর কিভাবে কাজ করে ?

উঃ- রক্তচাপ বৃদ্ধি, হৃদপিন্ডের গতি বৃদ্ধি এবং কার্ডিয়াটিক আউটপুট বৃদ্ধি করে।

১২৯) মানুষের মেরুদণ্ড কয়টি অঞ্চলে বিভক্ত ও কি কি ?

উঃ- পাঁচটি। বক্ষীয় কশেরুকা, গ্রীবাঞ্চলীয় কশেরুকা, প্রান্তীয় কশেরুকা, ত্রিকাস্থীয় কশেরুকা এবং কটি অঞ্চলীয় কশেরুকা।

১৩০) মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোথায় অবস্থিত? তাকে কি বলে ?

উঃ- উরুদেশে । উর্বাস্থি বা ফিমার বলে।

১৩১) পায়ের কোন অংশ জঙ্ঘা নামে পরিচিত ?

উঃ- জানু থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত অংশ।

১৩২) পাঁচটি আঙুলে মোট কয়টি অস্থি থাকে ?

উঃ- ১৪ টি।

১৩৩) সবচেয়ে বড় টারসেল গ্রন্থি কোথায় অবস্থিত ?

উঃ- পায়ের গোড়ালিতে।

১৩৪) দুই পায়ে মোট কয়টি অস্থি থাকে ?

উঃ- ৬০ টি । প্রত্যেক পায়ে ৩০ টি করে।

১৩৫) কোষের সর্বাপেক্ষা সূক্ষ্ম সংকোচনশীল একক কি ?

উঃ- মায়োসিন ও অ্যাকটিন।

১৩৬) মস্তিষ্ক ক্রিয়ার বহিঃপ্রকাশে বহুতর বৈচিত্র্যতার মূলে কি ?

উঃ- পেশীর সংকোচন।

১৩৭) মস্তিষ্ক ক্রিয়ার বহিঃপ্রকাশ সম্বন্ধে সেকেনোভ কি বলেছেন ?

উঃ- মস্তিষ্কের যেকোনো স্নায়ুপথ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেশীর সঙ্গে যুক্ত।

১৩৮) স্টারনোক্লিডোম্যাস্টোয়েড পেশীর কাজ কি

উঃ- মাথাকে বিভিন্ন দিকে ঘোরানো ও কাঁধের দিকে বাঁকাতে সহায়তা করে।

১৩৯) কোন পেশী ঘুম বন্ধ করতে সহায়তা করে ?

উঃ- টেম্পোরালিস।

১৪০) বংশগতির একক কি ?

উঃ- জিন।

১৪১) মানবের দেহস্থ কোষ বিভাজন হয় কোন প্রক্রিয়ায় ?

উঃ- মাইটোসিস প্রক্রিয়ায়।

১৪২) কোন প্রকার বিভাজন পদ্ধতিতে ক্রোমোজোমের একবার এবং নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় ?

উঃ- মায়োসিস।

১৪৩) মানুষের জনন কোন শ্রেণীর জননের অন্তর্গত ?

উঃ- যৌন জনন।

১৪৪) কশেরুকা কোন ধরনের অস্থি ?

উঃ- অনিয়মিত অস্থি।

১৪৫) মানুষের করোটি অস্থি কয়টি থাকে ?

উঃ- ২২ টি।

১৪৬) ট্রাপিজিয়াস পেশীর কাজ কি ?

উঃ- মাথাকে পিছনের দিকে টানে আর কাঁধটিকে উপরে তোলে।

১৪৭) পেক্টোরালিস মেজর পেশীর মুখ্য ভূমিকা কি ?

উঃ- হাতের ফ্লেক্সার পেশীকে আকর্ষণ করে হাতকে ভিতরের দিকে ঘুরাতে সাহায্য করে।

১৪৮) কোন পেশি হাতকে দূরে সরাতে এবং ঘুরাতে সাহায্য করে ?

উঃ- ডেল্টয়েড।

১৪৯) কোন পেশী হাতের উপর অংশ এবং নিম্ন অংশকে ঘুরাতে সাহায্য করে থাকে ?

উঃ- ট্রাইসেপস।

১৫০) কোন পেশী রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় সাহায্য করে ?

উঃ – হৃদপেশী ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২ দেখুন ।