Histrory General Knowladge Part - 32
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৬৯০। ‘পেরিপ্লাস’ নামক গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়
?
উঃ- ৮১ খ্রিস্টাব্দে।
৬৯১। প্রাচীন ভারতে কে
নারীকে ‘গৃহের দীপ্তি’ বলে উল্লেখ করেছেন ?
উঃ- হিন্দুশাস্ত্র প্রণেতা
মনু।
৬৯২। হিন্দুদের সামাজিক
আইনের প্রামাণ্য গ্রন্থ কোনটি ?
উঃ- মনুসংহিতা।
৬৯৩। মৌর্য যুগে কোন
ধর্মমত প্রসার লাভ করেছিল ?
উঃ- বৌদ্ধধর্মমত।
৬৯৪। চোল রাজাদের সংস্কৃতচর্চার
কেন্দ্র কোথায় ছিল ?
উঃ- তাঞ্জোরে।
৬৯৫। তৃতীয় বৌদ্ধসংগীতি
কোথায় হয়েছিল ?
উঃ- পাটুলিপুত্রে।
৬৯৬। চরকসংহিতা কে রচনা
করেন ?
উঃ- পন্ডিত চরক।
৬৯৭। ভারতের ইতিহাসে
গুপ্তযুগকে কি বলা হয়েছে ?
উঃ- সুবর্ণ যুগ।
৬৯৮। অদ্বৈতবাদ কে প্রচার
করেন ?
উঃ- শঙ্করাচার্য।
৬৯৯। ‘মনুসংহিতা’ কোন
ভাষায় অনূদিত হয় ?
উঃ- চীনা ভাষায়।
৭০০। ‘মত্তবিলাস প্রহসন’
কে রচনা করেন ?
উঃ- পল্লবরাজ মহেন্দ্রবর্মন
।
৭০১। কৈলাসনাথের মন্দির
কোথায় অবস্থিত ?
উঃ- কাঞ্চিতে।
৭০২। ‘চন্দ্রচূড়চরিত’
কার রচনা ?
উঃ- উমাপতি ধরের।
৭০৩। ‘ব্রতসাগর’ কার
লেখা ?
উঃ- বল্লাল সেনের।
৭০৪। ‘সংস্কৃত কোশ’ কার
লেখা ?
উঃ- শ্রীধরদাসের।
৭০৫। ‘উত্তররাম চরিত’
কার লেখা ?
উঃ- ভবভূতির।
৭০৬। ‘কৃষ্ণচরিতম’ গ্রন্থের
লেখক কে ?
উঃ- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত।
৭০৮। ইসলাম ধর্মের প্রবর্তক
কে ?
উঃ- হজরত মোহম্মদ (সা.)।
৭০৯। হজরত মোহম্মদ সা.)-এর
পরবর্তী সময়কে কি বলা হয় ?
উঃ- খলিফার যুগ।
৭১০। হজরত মোহম্মদ (সা.)-এর
মৃত্যু কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ- ৬৩২ খ্রিস্টাব্দে।
৭১১। ‘ইসলাম’ মানে কি
?
উঃ- শান্তি বা আত্মসমর্পণ।
৭১২। সিন্ধু আক্রমণ করেন
কে ?
উঃ- মোহম্মদ-বিন-কাশিম।
৭১৩। মোহম্মদ-বিন-কাশিমের
সিন্ধু আক্রমণ কালে সিন্ধুর রাজা কে ছিলেন ?
উঃ- রাজা দাহির।
৭১৪। মোহম্মদ-বিন-কাশিম
কোথাকার মানুষ ছিলেন ?
উঃ- আরব দেশের।
৭১৫। আরবরা কত খ্রিস্টাব্দে
সিন্ধু জয় করেন ?
উঃ- ৭১২ খ্রিস্টাব্দে।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here