Bengali Mixed GK Part - 14
৭৬।
কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরের সময় বড়লাট কে ছিলেন ?
উঃ
লর্ড হার্ডিঞ্জ ।
৭৭।
ব্রিটিশ যুগে কে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন ?
উঃ
লর্ড ক্যানিং ।
৭৮।
সিপাহী বিদ্রোহ কার আমলে অনুষ্ঠিত হয় ?
উঃ
লর্ড ক্যানিং ।
৭৯।
রাওলাট আইন কার সময়ে পাশ হয়েছিল ?
উঃ
লর্ড চেমসফোর্ড ।
৮০।
‘ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট’ কার সময় হয়েছিল ?
উঃ
লর্ড মিন্টো ।
৮১।
স্বত্ববিলোপ নীতি কে প্রচলন করেন ?
উঃ
লর্ড ডালহৌসি ।
৮২।
সতীদাহ প্রথা কে নিবারণ করেছিলেন ?
উঃ
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।
৮৩।
দ্বৈত শাসন কে প্রচলন করেন ?
উঃ
লর্ড ক্লাইভ ।
৮৪।
ভারত শাসন কে প্রচলন করেন ?
উঃ লর্ড উইলিংক, ১৯৩৫ সালে ।
৮৫। ভূ-সম্পত্তি বিষয়ক সংস্কার কে করেন ?
উঃ
লর্ড কার্জন ।
৮৬।
ব্রিটিশ ভারতে প্রথম আদমশুমারি কার আমলে হয় ?
উঃ
লর্ড রিপন ।
৮৭।
বঙ্গভঙ্গ কে রদ করেন ?
উঃ
লর্ড হার্ডিঞ্জ ।
৮৮।
প্রথম গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় ?
উঃ
লর্ড আরউইন ।
৮৯।
ভারতের স্বাধীনতা আইন কে প্রচলন করেন ?
উঃ
লর্ড মাউন্টব্যাটেন ।
৯০।
ক্রিপস মিশন এবং ভারতছাড়ো আন্দোলনের সাথে কোন ব্রিটিশ শাসক জড়িত ?
উঃ
লর্ড লিনলিথগো ।