Latest

Tuesday, February 15, 2022

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART - 1 || জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১ || Free PDF Download

 LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART - 1


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART - 1 || জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১ || Free PDF Download

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি নার্সিং করার জন্য এন্ট্রান্স টেস্ট দিয়ে তোমাদের ভর্তি হতে হয় । আর এই এন্ট্রান্স এর সিলেবাস আগেই তোমারা জানো । কেউ না জানলে কমেন্টে জানিও আমি দিয়ে দেব ।

তোমরা জানো যে এন্ট্রান্স টেস্টে তোমাদের জীবন বিজ্ঞান থেকে মোট ৫০ নম্বর থাকবে তার মধ্যে ৩০ টি ১ নম্বরের ও ১০ টি ২ নম্বরের MCQ থাকবে । আজকে আমি তোমাদের সেই রকমই ৫৫ টি MCQ দিলাম আশা করি তোমাদের কাজে লাগবে ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

1. সালোকসংশ্লেষে হিল বিকারক কোনটি ?

(a) NADP

(b) NADPH

(c) ADP 

(d) ATP ।

2. নিম্নলিখিত কোন্ মৌলটি ক্লোরোফিল গঠনে প্রয়োজন ?

(a) ক্যালশিয়াম 

(b) ম্যাগনেশিয়াম 

(c) বোরন 

(d) জিংক ।

3. সালোকসংশ্লেষে CO2 , সংবন্ধনে সহায়ককারী উৎসেচকটি হল ?

(a) RuDP 

(b) RuBP কার্বক্সিলেজ

(c) কার্বক্সিলেজ

(d) ডিহাইড্রোজিনেজ ।

4. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের -

(a) গ্রানাতে

(b) স্ট্রোমায়

(c) উভয়ই 

(d) কোনোটিই নয় ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

5. শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন ATP-র পরিমাণ হল -

(a) 2 অণু 

(b) 34 অণু

(c) 50 অণু

(d) 38 অণু ।

6. পায়রার বায়ুথলির সংখ্যা হল -

(a) 9 টি

(b) 9 জোড়া

(c) 10 টি 

(d) 10 জোড়া  ।

7. শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোন্‌টি ?

(a) জৈব অ্যাসিড

(b) অ্যামাইনো অ্যাসিড 

(c) গ্লুকোজ 

(d) ফ্যাটি অ্যাসিড ।

8. ETS ঘটে -

(a) সাইটোপ্লাজমে

(b) মাইটোকন্ড্রিয়ায়

(c) সকল কোশ - অঙ্গাণুতে

(d) মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে ।

9. এক অণু ATP থেকে যে শক্তি নির্গত হয় তার পরিমাণ হল -

(a) 7.00 kcal

(b) 7.3kcal

(c) 7 cal 

(d) 7.3 cal  ।

10. মানবদেহের মাইটোকন্ড্রিয়াবিহীন একটি কোশ হল-

(a) পেশিকোশ

(b) ডিম্বাণুর কোশ

(c) শুক্রাণুর কোশ

(d) মানুষের লোহিত রক্তকোশ ।

11. নীচের কোনটি পেশির ক্লান্তি ঘটায় ?

(a) অ্যামাইনো অ্যাসিড

(b) ফ্যাটি অ্যাসিড

(c) ল্যাকটিক অ্যাসিড

(d) অ্যাসিটিক অ্যাসিড ।

12. কোন্ প্রাণীর শ্বাসরঞ্জক হিমোসায়ানিন ?

(a) আরশোলা

(b) কেঁচো

(c) ব্যাং

(d) চিংড়ি ।

13. কোন্ অঙ্গকে অ্যাডমস্ অ্যাপল (Adam's apple) বলে ?

(a) ফুসফুস

(b) ট্রাকিয়া

(c) ল্যারিংক্স

(d) ব্রংকাস ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

14. নীচের কোন্‌টি স্বল্পমাত্রিক মৌল ?

(a) কার্বন 

(b) নাইট্রোজেন

(c) সালফার

(d) মলিবডেনাম  ।

15. নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয় ?

(a) ক্যালশিয়াম

(b) অক্সিজেন

(c) ম্যাগনেশিয়াম

(d) সোডিয়াম ।

16. নিম্নলিখিত কোন রোগটি ভিটামিন A- এর অভাবে হয় ?

(a) রিকেট  

(b) বেরিবেরি

(c) স্কার্ভি

(d) রাতকানা ।

17. স্কার্ভি প্রতিরোধক ভিটামিনটি কী ?

(a) A 

(b) B  

(c) C  

(d) D ।

18. খাদ্য সংরক্ষণের জন্য কোন্ জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় ?

(a) অ্যাসেটিক অ্যাসিড

(b) বেনজোয়িক অ্যাসিড

(c) সোডিয়াম বাই কার্বনেট

(d) টারটারিক অ্যাসিড ।

19. কোন্ ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় ?

(a) ভিটামিন A 

(b) ভিটামিন C 

(c) ভিটামিন D 

(d) ভিটামিন K ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

20. কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয় ?

(a) B₁ 

(b) B₂ 

(c) B12 

(d) B5

21. স্বর্ণলতা কীরকমের উদ্ভিদ ?

(a) বিয়োজক

(b) পরজীবী

(c) স্বভোজী

(d) মৃতজীবী ।

22. নীচের কোনটি পরাশ্রয়ী উদ্ভিদ ?

(a) স্বর্ণলতা

(b) রান্না

(c) মটর

(d) র‍্যাফ্লেসিয়া ।

23. নীচের কোন্ ভিটামিনটি বন্ধ্যাত্ব প্রতিরোধক ?

(a) Vitamin A 

(b) Vitamin B 

(c) Vitamin D 

(d) Vitamin E ।

24. নীচের কোন প্রাণীটির দেহে রক্ত সংবহনতন্ত্রের পরিবর্তে জল সংবহনতন্ত্র থাকে ?

(a) মাছ

(b) তারামাছ

(c) কেঁচো

(d) জেলিফিশ ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

25. নীচের কোন্‌টি রক্ততঞ্জনে সহায়তা করে ?

(a) লাইপেজ

(b) অ্যামাইলেজ

(c) থ্রম্বোকাইনেজ

(d) সুক্রেজ ।

26. নীচের কোন্ ভিটামিনটি রক্ততঞ্জনে সহায়তা করে ?

(a) ভিটামিন A

(b) ভিটামিন B

(c) ভিটামিন C

(d) ভিটামিন ।

27 রক্তের প্রোটিনবিহীন নাইট্রোজেনঘটিত উপাদান কোনটি ?

(a) গ্লুকোজ

(b) অ্যালবুমিন

(c) ইউরিয়া

(d) কোলেস্টেরল ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

28. নিম্নলিখিত কোন্ ধাতব মৌলটি হিমোগ্লোবিন অণু গঠনে প্রয়োজন ?

(a) ম্যাগনেশিয়াম

(b) পটাশিয়াম

(c) লৌহ

(d) ক্যালশিয়াম ।

29. রক্তের শ্রেণিবিভাগ (ABO) পদ্ধতি আবিষ্কার করেন ?

(a) জেনার 

(b) ল্যান্ডস্টেইনার 

(c) হার্ভে  

(d) উইনার

30. কোন বিভাগের রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না ?

(a) A বিভাগ

(b) B বিভাগ

(c) AB বিভাগ

(d) O বিভাগ

31. রোগজীবাণু ধ্বংস করে কোন্ শ্বেতকণিকা ?

(a) বেসোফিল

(b) মনোসাইট

(c) ইওসিনোফিল

(d) নিউট্রোফিল

32. মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় –

(a) 50 বার

(b) 72 বার

(c) 100 বার

(d) 140 বার

33. হাইড্রোপনিক্স কথাটি কীসের সঙ্গে যুক্ত ?

(a) হাইড্রোজেন যুক্ত যৌগ

(b) বংশপরম্পরা

(c) জল  

(d) মাটি ছাড়া গাছের প্রতিপালন

34. একটি পরিণত মানুষের অস্থি সংখ্যা হল –

(a) 216 টি

(b) 200 টি

(c) 206 টি

(d) 250 টি

35. সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় , এটি একপ্রকারের –

(a) ট্যাকটিক চলন       

(b) ন্যাস্টিক চলন

(c) কেমোন্যাস্টিক চলন  

(d) ফোটোন্যাস্টিক চলন

36. সুন্দরী গাছের শ্বাসমূল O2, শোষণের জন্য মাটির ওপরে উঠে আসে , এটি একপ্রকারের –

(a) অনুকূল অভিকর্ষজ চলন

(b) প্রতিকূল আলোকবর্তী চলন

(c) অনুকূল জলবর্তী চলন

(d) প্রতিকূল অভিকর্ষজ চলন

37. যে গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি হল –

(a) রেড গ্রন্থি 

(b) গ্রিন গ্রন্থি 

(c) রেটিয়ামিরাবিলিয়া

(d) অক্সিনটিক গ্রন্থি

38. কোন প্রাণী গমনে অক্ষম ?

(a) সাগরকুসুম 

(b) অ্যামিবা

(c) কেঁচো

(d) আরশোলা


LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL


39. কোন্ প্রাণীটির গমন অঙ্গ সিলিয়া ?

(a) অ্যামিবা

(b) কেঁচো

(c) প্যারামিসিয়াম

(d) আরশোলা

40. কোন্ বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন ?

(a) ট্যান্সলি

(b) ল্যামার্ক

(c) ওড়াম

(d) হার্বার্ট

41. যেসব প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের বলে –

(a) বেনথস

(b) প্ল্যাংকটন

(c) নেকটন

(d) ফ্লোরা ।

42. যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের বলে

(a) বেনথস

(b) নেকটন

(c) ফনা

(d) ফাইটোপ্ল্যাংকটন

43. একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে বলা হয়

(a) বায়োস্ফিয়ার

(b) বায়োমাস

(c) বায়োম

(d) ইকোলজিক্যাল নিচ

44. প্রজাতিকে স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করাকে বলে

(a) in situ সংরক্ষণ

(b) ex situ সংরক্ষণ

(c) অভয়ারণ্যে সংরক্ষণ 

(d) চিড়িয়াখানায় সংরক্ষণ

45. কোন্‌ উদ্ভিদ থেকে ‘রেসারপিন’ উপক্ষার পাওয়া যায় ?

(a) তামাক

(b) সর্পগন্ধা

(c) চা

(d) সিঙ্কোনা

46. উপক্ষার একপ্রকারের -

(a) নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ

(b) নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ

(c) কার্বোহাইড্রেটযুক্ত রেচন পদার্থ

(d) কোনোটিই নয় ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

47. কোন্‌টির উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয় ?

(a) রক্ত

(b) হিমোগ্লোবিন

(c) বিলিরুবিন

(d) ইউরিয়া

48. নিম্নলিখিত কোন্ উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয় ?

(a) নিকোটিন

(b) রেসারপিন

(c) কুইনাইন

(d) মরফিন

49. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের

(a) লঘুমস্তিষ্ক

(b) মধ্যমস্তিষ্ক

(c) অগ্রমস্তিষ্ক

(d) থ্যালামাস

50. লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ হয় , এটি নিয়ন্ত্রণ করে

(a) গুরুমস্তিষ্ক

(b) লঘুমস্তিষ্ক 

(c) সুষুম্নাশীৰ্ষক

(d) সুষুম্নাকাণ্ড

51. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা

(a) 10 জোড়া (b) 12 জোড়া (c) 31 জোড়া (d) কোনোটিই নয়

52. স্নায়ুতন্ত্রের একক হল -

(a) নিউরোন

(b) নেফ্রন

(c) অ্যাক্সন

(d) ডেনড্রন ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

53. মানুষের করোটি স্নায়ু সংখ্যা -

(a) 10 জোড়া

(b) 12 জোড়া

(c) 31 জোড়া

(d) 21 জোড়া ।

54. উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলা হয় -

(a) সংবেদন

(b) সাড়া

(c) উত্তেজিতা

(d) সবগুলিই ঠিক ।

55. একজন প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের ওজন প্রায়-

(a) 1.50kg

(b) 1.36 kg

(c) 2.00 kg (d) 1.75 kg ।


LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL এর আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Click Here


উত্তর গুলি দেখার জন্য আমাদের Telegram Chanel আসুন - Join Telegram

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL

To Give Mock Test Class IX - XII Click Here