Daily Current Affairs 13th January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ই জানুয়ারি ২০২৬
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
১। সম্প্রতি DRDO কোথায় সর্বচ্চো আক্রমণ ক্ষমতা সম্পন্ন দেশীয় MPATGM সফলভাবে পরীক্ষা করেছে?
(ক) রাজস্থান
(খ) উত্তরপ্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) ওড়িশা ।
২। সম্প্রতি
কোন রাজ্যের আরালম বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম পরিবর্তন
করা হয়েছে?
(ক) ওড়িশা
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) কেরালা
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৩। সম্প্রতি
কোন শহরে “উন্নত ভারত যুব সংলাপ ২০২৬” আয়োজন করা হয়েছে?
(ক) কলকাতা
(খ) মুম্বাই
(গ) নয়াদিল্লি
(ঘ) কোনটিই নয় ।
৪। আমেরিকা
সম্প্রতি কোথায় Operation
Hawkeye Strike
পরিচালনা করেছে?
(ক) ভেনেজুয়েলা
(খ) ইরান
(গ) সিরিয়া
(ঘ) ভারত ।
৫। কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো Weimar Triangle কূটনীতিতে যোগ দিয়েছে?
(ক) ভারত
(খ) স্পেন
(গ) ইটালি
(ঘ) ফান্স ।
৬। গোয়ার
কোন শিল্পপতি সম্প্রতি ইতালি কর্তৃক মর্যাদাপূর্ণ বেসামরিক পুরস্কারে ভূষিত
হয়েছেন?
(ক) নিরগার্ড পিটারসন
(খ) টেসি টমাস
(গ) শ্রীনিবাস ডেম্পো
(ঘ) কোনটিই নয় ।
৭। ভারতীয় সেনাবাহিনীর কোন মহিলা অফিসার সম্প্রতি জাতিসংঘের মহাসচিব পুরষ্কার
২০২৫ পেয়েছেন?
(ক) রাগিনী সিং
(খ) সাই যাদব
(গ) স্বাতী শান্ত কুমার
(ঘ) এদের কেউই নয় ।
৮। কৃষি
রপ্তানি প্রচারের জন্য APEDA সম্প্রতি কোথায় একটি আঞ্চলিক অফিস খুলেছে?
(ক) হায়দ্রাবাদ
(খ) চেন্নাই
(গ) রায়পুর
(ঘ)
মুম্বাই ।
৯। সম্প্রতি
ইন্টারসেক ২০২৬ কোথায় আয়োজন করা হচ্ছে?
(ক) মস্কো
(খ) ফ্রান্স
(গ) দুবাই
(ঘ) বেইজিং ।
১০। সম্প্রতি
দবিন্দর সিং গারচা মারা গেছেন, তিনি কে ছিলেন?
