Latest

Wednesday, February 16, 2022

Life Science GK Bengali PDF Part - 16 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৬

 Life Science GK Bengali PDF Part - 16

Life Science GK Bengali PDF Part - 16
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 16 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৬ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

181. ভাইরাস কোন প্রক্রিয়ায় বংশবিস্তার করে ?

উঃ- ভাইরাস প্রতিলিপি গঠনের মাধ্যমে বংশবিস্তার করে।

182. একটি ব্যাঙাচী আকৃতির ভাইরাসের নাম বল ?

উঃ- ব্যাক্টেরিওফাজ।

183. রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াদের কী বলে ?

উঃ- প্যাথোজেনিক প্রোটোজোয়া।

184. কোন ভাইরাস মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ধ্বংস করে দেয় ?

উঃ- HIV ভাইরাস।

185. ব্যাক্টেরিয়ার কোষ প্রাচীরের প্রধান যৌগটির নাম কি ?

উঃ- পেপটাইডোগ্ল্যাইকান।

186. একটি উপকারী ব্যাক্টেরিয়ার নাম কি ?

উঃ- রাইজোবিয়াম।

187. একটি অপকারী ব্যাক্টেরিয়ার নাম বল ?

উঃ- ভিব্রিও কলেরি।

188. কোন্ জীবাণুর নিউক্লিয় ঝিল্লি নেই ?

উঃ- ব্যাক্টেরিয়ার।

189. একটি এককোষী প্রাণীর নাম করো যা মানুষের অপকার করে ?

উঃ- এন্টামিবা হিস্টোলাইটিকা।

190. প্রাণী ভাইরাসে কী ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে?

উঃ- DNA এবং RNA

191. দুটি RNA যুক্ত ভাইরাসের নাম করো ।

উঃ- ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও পোলিওমায়োলাইটিস ভাইরাস।

192. দুটি DNA যুক্ত ভাইরাসের নাম করো ।

উঃ- ভ্যারিওলা ও ভ্যাকসিনিয়া ভাইরাস।

193. এনভেলপ যুক্ত ভাইরাসকে কি বলে ?

উঃ- লিপোভাইরাস।

194. দুটি লিপোভাইরাসের উদাহরণ দাও।

উঃ- বসন্ত ভাইরাস ও হারপিস ভাইরাস।

195. ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কে আবিষ্কার করেন ?

উঃ- ফরাসী চিকিৎসক চার্লস ল্যাভেরান।

196. ক্যাপসিডের প্রোটিন একক গুলিকে কি বলে ?

উঃ- ক্যাপসোমিয়ার।

197. HIV - র পুরো নাম কি ?

উঃ- হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস।

198. AIDS - এর পুরো নাম কি ?

উঃ- অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম (Acquired Immuno Deficiency Syndrome)

199. গৃহমাছির বিজ্ঞানসম্মত নাম কি ?

উঃ- মুসাকা ডোমেস্টিকা (Musca domestica )

200. কোন্ ছত্রাককে ব্লুমোল্ড বা গ্রীনমোল্ড বলা হয় ?

উঃ- পেনিসিলিয়াম ছত্রাককে।

201. ঈস্টের বিজ্ঞানসম্মত নাম কি ?

উঃ- স্যাকারোমাইসিস সেরিভেসি (Saccharomyces cerevisiae)

202. ছত্রাকের দেহ যে সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাকে কি বলে ?

উঃ- অনুসূত্র।

203. অ্যাসপারজিলাস ও পেনিসিলিয়াম কিসের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে ?

উঃ- কনিডিয়া নামে রেণুর সাহায্যে।

204. অ্যাসপারজিলাস নামক ছত্রাকটি মানুষের কানে যে রোগ সৃষ্টি করে, তাকে কি বলে ?

উঃ- ওটোমাইকোসিস।

205. ম্যালেরিয়ার পরজীবী মানবদেহের কোথায় বাস করে ?

উঃ- যকৃত ও RBC- তে।

206. কোন্ প্রোটোজোয়া মানুষের RBC ধ্বংস করে ?

উঃ- ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া  প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।




আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here