Daily Current Affairs 14th January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই জানুয়ারি ২০২৬
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
১। সম্প্রতি APAAR আইডি তৈরিতে কোন রাজ্য এগিয়ে আছে?
(ক) রাজস্থান
(খ) উত্তরপ্রদেশ
(গ) ছত্তিশগড়
(ঘ) ওড়িশা ।
২। ভারতীয়
সেনাবাহিনী সম্প্রতি কোন রাজ্যে সাঁঝ শক্তি মহড়ার আয়োজন করেছে?
(ক) ওড়িশা
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৩। মেয়েদের
জন্মের সম্মানে সম্প্রতি কোথায় “ধিয়ান দি লোহরি” পালন করা হয়েছে?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মহারাষ্ট্র
(গ) পাঞ্জাব
(ঘ) গুজরাট ।
৪। সম্প্রতি কোন সংস্থা প্রথম মেড-ইন-ইন্ডিয়া AI প্ল্যাটফর্ম চালু করবে?
(ক) Airtel
(খ) VI
(গ) Jio
(ঘ) এদের কেউ নয়।
৫। সম্প্রতি BRICS ২০২৬ শীর্ষ সম্মেলন কে আয়োজন করবে?
(ক) ভারত
(খ) স্পেন
(গ) ইটালি
(ঘ) ফান্স ।
৬। সম্প্রতি, কে দিল্লি বিশ্ববিদ্যালয়ে মাদকমুক্ত ক্যাম্পাস
অভিযানের উদ্বোধন করেছে?
(ক) ডঃ এস জয়শঙ্কর
(খ) পীযূষ গয়াল
(গ) সি পি রাধাকৃষ্ণন
(ঘ) কোনটিই নয় ।
৭। কোন রাজ্য সম্প্রতি অনাবাসী ভোটারদের যাচাইয়ের জন্য ERONET চালু করেছে?
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) ওড়িশা
(গ) কেরালা
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৮। ভারত
সম্প্রতি কমনওয়েলথের বক্তা এবং সভাপতিত্বকারী কর্মকর্তাদের ২৮তম সম্মেলন কোথায়
আয়োজন করবে?
(ক) হায়দ্রাবাদ
(খ) চেন্নাই
(গ) নয়া দিল্লী
(ঘ)
মুম্বাই ।
৯। সম্প্রতি
আমেরিকা কোন দেশের সাথে বাণিজ্যের উপর ২৫% কর আরোপ করেছে?
(ক) মস্কো
(খ) ফ্রান্স
(গ) ইরান
(ঘ) বেইজিং ।
১০। সম্প্রতি, কোন দেশের মহিলা ক্রিকেটার অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফর্ম্যাট
থেকে অবসর ঘোষণা করেছেন?
(ক) ওয়েস্ট ইন্ডিজ
(খ) অস্ট্রেলিয়া
(গ) নিউজিল্যান্ড
(ঘ) ইংল্যান্ড ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।
