Latest

Wednesday, February 2, 2022

Bengali Mixed GK Part - 1 ।। বাংলা জিকে পর্ব - ১ ।। Free PDF Download

 Bengali Mixed GK Part - 1


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 1 ।। বাংলা জিকে পর্ব - ১ ।। Free PDF Download ।

আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

Bengali Mixed GK


১। ভারতে বেতার সম্প্রচার শুরু হয় কত সালে ?

উঃ ১৯২৭ সালে।

২। প্রথম শীতকালীন অলিম্পিক কোথায় হয় ?

উঃ ফ্রান্সে।

৩। ‘এশিয়ায় বুলবুল’ নামে কে পরিচিত ?

উঃ সরোজিনী নাইডু।

৪। একদল বিড়াল্ কে এক সাথে কি বলে ?

উঃ ক্লাটার।

৫। ভু-পৃষ্ঠের জলভাগের মোট আয়তন কত ?

উঃ প্রায় ৩৬.৫ বর্গ কিমি।

৬। হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?

উঃ ৩২৬ খ্রিস্ট পূর্বাব্দে।

৭। অশোকের রাজধানী কোথায় ?

উঃ পাটলিপুত্র।

৮। অম্রিতাঘাত উপাধি কার ?

উঃ বিন্দুসার।

৯। আর্যদের প্রধান বাহন কি ছিল ?

উঃ ঘোড়া।

১০। আরবজাতি কবে সিন্ধু জয় করেছিল ?

উঃ ৭১২ খ্রিস্টাব্দে।

১১। পাগল রাজা নামে কে পরিচিত ছিল ?

উঃ মহম্মদ বিন তুঘলক।

১২। পশ্চিম উপকূলের কৃত্রিম পোতাশ্রয় কোন জায়গা কে বলা হয় ?

উঃ নিউম্যাঙ্গালোর।

১৩। পূর্ব উপকূলের সাধারণ পোতাশ্রয় কোন জায়গা কে বলা হয় ?

উঃ বিশাখাপত্তনম কে।

১৪। বঙ্গোপসাগর থেকে কলকাতার দূরত্ব কত ?

উঃ ১২৮ কিমি।

১৫। শুল্ক মুক্ত বাণিজ্য অঞ্চল কোন জায়গা ?

উঃ কান্দালা (গুজরাট)।

আজকের Bengali Mixed GK Part - 1 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -

PDF Details:
PDF Name : Bengali Mixed GK Part - 1
Language : বাংলা
PDF Size : 0.2 MB
No. of Pages : 01
Download Link : Click Here To Download