Histrory General Knowladge Part - 30
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৬৪০। ভাসের
রচিত একটি নাটকের নাম উল্লেখ করো।
উঃ- স্বপ্নবাসবদত্তা।
৬৪১। সাতবাহনদের সরকারি
ভাষা কি ছিল ?
উঃ- প্রাকৃত।
৬৪২। ময়ূর কে ?
উঃ- হর্ষবর্ধনের সভাসদ।
৬৪৩। মন্ডলম কী ?
উঃ- চোল সাম্রাজ্যকে
মন্ডলম্ বলা হয়।
৬৪৪। পাল যুগের শ্রেষ্ঠ
কবি কে ?
উঃ- সন্ধ্যাকর নন্দী।
৬৪৫। শৈলেন্দ্র রাজাদের
শ্রেষ্ঠ সৃষ্টি কি ?
উঃ- বরবুদুরের বৌদ্ধস্তূপ।
৬৪৬। পৃথিবীর বৃহত্তম
শিবমন্দিরটির নাম কি ?
উঃ- রেয়নের শিবমন্দির।
৬৪৭। কোন চোল রাজা যবদ্বীপ
অধিকার করেছিলেন?
উঃ- প্রথম রাজেন্দ্র
চোল।
৬৪৮। সেন যুগের শ্রেষ্ঠ
শিল্পী কে ?
উঃ- শূলপাণি।
৬৪৯। অভয়করগুপ্ত কে ছিলেন
?
উঃ- বিক্রমশীলা মহাবিহারের
প্রথম আচার্য।
৬৫০। গান্ধার শিল্পের
বিকাশ কখন হয় ?
উঃ- কুষাণ আমলে।
৬৫১। সেন বংশের শেষ রাজা
কে ?
উঃ- লক্ষণ সেন।
৬৫২। 'দায়ভাগ' গ্রন্থের
রচয়িতা কে ?
উঃ- জীমূতবাহন।
৬৫৩। দেবতাদের নগর কোন স্থানকে বলা হত ?
উঃ- রামাবতীকে।
৬৫৪। মহাবলীপুরমের মন্দির
কাদের স্থাপত্য কীর্তি ?
উঃ- পল্লব রাজগণের।
৬৫৫। কত খ্রিস্টাব্দে
অতীশ দীপঙ্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?
উঃ- ১০৫৩ খ্রিস্টাব্দে।
৬৫৬। কত বছর বয়সে অতীশ
দীপঙ্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?
উঃ- 73 বছর বয়সে।
৬৫৭। মণিনাগ মন্দির কোথায়
অবস্থিত ?
উঃ- রাজগৃহে।
৬৫৮। মহাবিভাষ কী ?
উঃ- বৌদ্ধদর্শনের বিশ্বকোশ।
৬৫৯। 'কাদম্বরী কথাসাগর'
কে রচনা করেন ?
উঃ- গৌড় অভিনন্দ।
৬৬০। চোল আমলে দক্ষিণ
ভারতের ধাতু মূর্তিগুলিতে কোন ধাতু ব্যবহৃত হতো ?
উঃ- অষ্টধাতু।
৬৬১। দক্ষিণ ভারতীয়
স্থাপত্যের জন্মভূমি কোন স্থানকে বলা হয় ?
উঃ- মহাবলীপুরমকে।
৬৬২। কোন শাসক কোনারকের
সূর্য মন্দির নির্মাণ করেন ?
উঃ- নরসিংহবর্মন।
৬৬৩। পাল যুগের শ্রেষ্ঠ
বন্দর কোনটি ?
উঃ- তাম্রলিপ্ত বন্দর।
৬৬৪। রামানুজের অনুগামীদের
কি বলা হত ?
উঃ- শ্রীসম্প্রদায়।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here