Life Science GK Bengali PDF Part - 2
![]() |
Life Science GK Bengali PDF Part - 2 |
৫১) কোন রক্ত বিশুদ্ধ কোন রক্ত দূষিত ?
উঃ- অক্সিজেন পূর্ণ রক্ত বিশুদ্ধ এবং কার্বন-ডাই অক্সাইড যুক্ত
রক্ত দূষিত।
৫২) কোন শিরায় কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কম ?
উঃ - ফুসফুসীয় শিরা।
৫৩) শিরার প্রাচীর ও গহবর কেমন ?
উঃ -শিরার প্রাচীর পাতলা ও গহবর বড়।
৫৪) শিরা ও ধমনীর স্পন্দন থাকে কি ?
উঃ- শিরার স্পন্দন থাকেনা ধমনীর স্পন্দন থাকে।
৫৫) লসিকাতন্ত্র কি কি নিয়ে গঠিত ?
উঃ- লসিকাবাহ লসিকা এবং লসিকাগ্রন্থি নিয়ে।
৫৬) রক্ত ও লসিকার মধ্যে প্রোটিন কোথায় বেশি ?
উঃ- লসিকায়।
৫৭) ঘুমের সময় ব্যাঙ, জোঁক এবং কেঁচো কিসের
সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উঃ- ত্বকের সাহায্যে।
৫৮) লসিকার লিম্ফোসাইট শ্বেত কণিকার কাজ কি ?
উঃ- জীবাণু ধ্বংস করা।
৫৯) লসিকা কোথা থেকে ফ্যাট শোষণ করে ?
উঃ- অন্ত্র।
৬০) মানবদেহের সবচেয়ে বড় লসিকাগ্রন্থি কোনটি ?
উঃ- প্লীহা।
৬১) লসিকা গ্রন্থির প্রধান কাজ কি ?
উঃ- লিম্ফোসাইট উৎপাদন ও জীবাণু ধ্বংস করা।
৬২) কি কি কারণে মানুষ ও ইতর প্রাণী চলন ও গমন সম্পন্ন করে ?
উঃ- খাদ্য অন্বেষণ,
আত্মরক্ষা, আশ্রয়ের সন্ধান,
প্রজনন
প্রভৃতি কারণে।
৬৩) মানুষের করোটিতে অস্থির সংখ্যা কত ?
উঃ- বাইশটি ।
৬৪) মানুষের মেরুদন্ড কয়টি অস্থির সমন্বয়ে গঠিত ?
উঃ- তেত্রিশ টি।
৬৫) মানুষের প্রতিটি পদে কয়টি করে অস্থি থাকে ?
উঃ- ত্রিশটি।
৬৬) দুই বা ততোধিক অস্থির সমন্বয়ে গঠিত অংশকে কি বলে ?
উঃ- অস্থিসন্ধি।
৬৭) লিগামেন্ট কি ?
উঃ- সাইনোভিয়াল পর্দা।
৬৮) মানবদেহের পেশী গুলি কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উঃ- দুই ভাগে । ঐচ্ছিক পেশী এবং অনৈচ্ছিক পেশী।
৬৯) ঐচ্ছিক পেশী কাকে বলে ? শনাক্তকরণের উপায় কি
?
উঃ- যেসব পেশীকে
ইচ্ছানুযায়ী সংকোচন-প্রসারণ করা যায় তাকে ঐচ্ছিক পেশী বলে । ঐচ্ছিক পেশীর গায়ে
সাদা কালো দাগ থাকে।
৭০) হৃদপেশিকে কি ইচ্ছা অনুযায়ী সংকোচন করা যায় ? এর বিশেষত্ব কি ?
উঃ- না। নিজে সংকুচিত হয়
এবং সাদা কালো দাগ যুক্ত।
৭১) হৃদপেশীর পেশী তন্তুর প্রকৃতি কেমন ?
উঃ- শাখা-প্রশাখা যুক্ত।
৭২) হাতের বাইসেপস পেশি কাজ কি ?
উঃ- হাতকে দুটো ভাঁজে
ভাঁজ করতে সহায়তা করে ও অস্থিদয়কে পরস্পরের কাছাকাছি আনতে সাহায্য করে।
৭৩) মানুষের গমন পদ্ধতি কয় প্রকার ও কি কি?
উঃ- মানুষের গমন পদ্ধতি
মোটামুটি চার প্রকার - হাঁটা, দৌড়ানো, সন্তরণ ও হামাগুড়ির মাধ্যমে গমন।
৭৪) প্রকৃতপক্ষে রেচন পদার্থ কি ?
উঃ- নাইট্রোজেন ঘটিত
দূষিত পদার্থ।
৭৫) মানবদেহে দূষিত পদার্থ সৃষ্টি হয় কেন ?
উঃ- অপচিতি বিপাকের ফলে।
৭৬) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে (৪০বছর বয়স) কোষের সংখ্যা কত ?
উঃ- প্রায় ৬০০০০০০০ - এর
বেশি।
৭৭) কোন কোন জিনিসের সমন্বয় মানুষের কোষ গঠিত হয় ?
উঃ- প্রোটিন ও স্নেহ
পদার্থ।
৭৮) পেশীকলা কি দিয়ে গঠিত ?
উঃ- পেশীকোষ দিয়ে।
৭৯) হৃদপেশীর প্রধান কাজ কি ?
উঃ- হৃদপিন্ডের সংকোচন ও
প্রসারণে সহায়তা করা।
৮০) হৃদপেশীর গায়ে কালো দাগ থাকে কি ?
উঃ- হ্যাঁ থাকে।
৮১) হৃদপেশীর তন্তুর প্রকৃতি কেমন ?
উঃ- শাখাযুক্ত ।
৮২) মস্তিষ্ক, বিভিন্ন নার্ভ এবং
সুষুম্নাকাণ্ড কোন কলার সমন্বয়ে গঠিত ?
উঃ- স্নায়ুকলা।
৮৩) স্নায়ুকলা কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
উঃ- মানবদেহের বিভিন্ন
অঙ্গ ও তাদের কাজের সঙ্গে সমন্বয় সাধন করে থাকে।
৮৪) মানবদেহের অভ্যন্তরে যে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে উত্তেজনার সৃষ্টি হয় তা
কোন কলা পরিবহন করে ?
উঃ- স্নায়ুকলা।
৮৫) মানুষের শ্বাসকার্যের একমাত্র মাধ্যমটি কি ?
উঃ- ফুসফুস।
৮৬) ফুসফুস কোন পদার্থের দ্বারা আবৃত থাকে ?
উঃ- প্লুরা নামক পাতলা
পর্দা দ্বারা।
৮৭) মানুষের বৃক্কের সংখ্যা কয়টি ?
উঃ- ২ টি।
৮৮) মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে ?
উঃ- সিকামে।
৮৯) কার সাহায্যে মানুষ বিভিন্ন বস্তুর স্বাদ গ্রহণ করে ?
উঃ- স্বাদকোরকের
সাহায্যে।
৯০) মানুষের পাকস্থলীর আকৃতি কেমন ?
উঃ- ইংরেজী J অক্ষরের মত।
৯১) পিত্তথলির আকৃতি কেমন ?
উঃ- বেলুনাকার।
৯২) একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন কি পরিমাণ পিত্তরস ক্ষরিত হয় ?
উঃ- প্রায় ১০০০
মিলিমিটার।
৯৩) পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয় ?
উঃ- লিভার।
৯৪) পিত্তরসের স্বাদ কেমন ?
উঃ- অস্বাভাবিক তেতো।
৯৫) লিভার ও গলব্লাডার পিত্তের মধ্যে কোনটি অপেক্ষাকৃত ঘন ?
উঃ- গলব্লাডারের পিত্ত।
৯৬) পিত্তরসের উপাদান কি কি ?
উঃ- জল এবং কঠিন পদার্থ।
৯৭) ক্ষুদ্রান্তের বিশোষক একক কী ?
উঃ- ভিলাস।
৯৮) আমাদের ক্ষুদ্রান্তের ভিলাসের সংখ্যা কত ?
উঃ- প্রায় ৫০,০০০ - এর কাছাকাছি ।
৯৯) ক্ষুদ্রান্তে ভিলাসের মাধ্যমে কি কি শোষিত হয় ?
উঃ- জল ,খনিজ লবণ , ভিটামিন এবং যাবতীয় পাচিত খাদ্যদ্রব্য।
১০০) মানুষের রক্তে শর্করার পরিমাণ কি নির্দিষ্ট থাকে ?
উঃ- হ্যাঁ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।