Daily Bengali Current Affairs 21st March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে মার্চ ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 21st March 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কে ডোপিং বিরোধী বিজ্ঞানের উপর NDTL সম্মেলনের উদ্বোধন করেছেন ?
(ক) ডাঃ এস জয়শঙ্কর
(খ) পীযূষ গয়াল
(গ) ডাঃ মনসুখ মান্ডাভিয়া
(ঘ)
এদের কেউই নয় ।
২। সম্প্রতি ‘বিশ্ব
চড়ুই দিবস’ কবে পালিত হয়েছে ?
(ক) ২১শে মার্চ
(খ) ১৯ই মার্চ
(গ) ২০শে মার্চ
(ঘ) কোনটিই নয় ।
৩। সম্প্রতি
কাকে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভি.সি
নিযুক্ত করা হয়েছে ?
(ক) অভয় করন্দিকার
(খ) বিজয় মিশ্র
(গ) ডঃ অচ্যুত প্রসাদ ভগিলে
(ঘ) কোনটিই
নয় ।
৪। সম্প্রতি
বিশ্ব সুখ-শান্তি র্যাঙ্কিংয়ে কোন দেশ ধারাবাহিকভাবে শীর্ষে আছে ?
(ক) ভারত
(খ) বাংলাদেশ
(গ) ফিনল্যান্ড
(ঘ) আমেরিকা ।
৫। সম্প্রতি মন্ত্রিসভা কোথায় “নামরুপ-IV” নামের সার প্ল্যান্ট এর অনুমোদন করেছে?
(ক)আসাম
(খ) ওড়িশা
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) সিকিম ।
৬। সম্প্রতি
সাংবাদিকতা 2025-এ কে রামনাথ গোয়েঙ্কা পুরস্কার জিতেছেন ?
(ক) প্রতিমা মিশ্র
(খ) জ্যোৎস্না বেদী
(গ) কাবেরি সেন
(ঘ) মৃদুলিকা ঝা ।
৭। সম্প্রতি স্পেস অ্যাপ্লিকেশনের জন্য 32-বিট মাইক্রোপ্রসেসর কে তৈরি করেছেন ?
(ক) NASA
(খ) CNSA
(গ) ISRO
(ঘ) Speace X ।
৮। সম্প্রতি, 31 মার্চ থেকে 57তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হবে ?
(ক) বিহার
(খ) রাজস্থান
(গ) ওড়িশা
(ঘ) গুজরাট ।
৯। সম্প্রতি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোথায় আসন্ন “আদি রঙ
মহোৎসব”-এর ৭তম
সংস্করণ আয়োজন করবে?
(ক) কলকাতা
(খ) ব্যাঙ্গালুরু
(গ) নয়াদিল্লী
(ঘ) মুম্বাই ।
১০। সম্প্রতি, দীর্ঘ দূরত্বের দৌড়বিদ অর্চনা যাদব ডোপিং লঙ্ঘনের কারণে কত বছরের জন্য
নিষিদ্ধ হয়েছেন ?
(ক) ২ বছর
(খ) ৩ বছর
(গ) ৫ বছর
(ঘ) ৪ বছর ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড
করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।