Latest

Thursday, March 20, 2025

Daily Bengali Current Affairs 20th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে মার্চ ২০২৫

 Daily Bengali Current Affairs 20th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে মার্চ ২০২৫


Daily Bengali Current Affairs 20th March 2025

নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 20th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে মার্চ ২০২৫

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 20th March 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি ভারতের প্রথম PPP ভিত্তিক সবুজ বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট কোথায় শুরু হয় ?

(ক) পুনে    

(খ) জয়পুর     

(গ) ইন্দোর    

(ঘ) ভোপাল


২। সম্প্রতি আন্তর্জাতিক গ্রাহক দিবসকবে পালিত হয়েছে ?


(ক) ২০শে মার্চ   

(খ) ১৮ই মার্চ   

(গ) ১৯শে মার্চ   

()  কোনটিই নয়


৩। সম্প্রতি Vision 2020 India এর শুভেচ্ছা দূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?


(ক) অভয় করন্দিকার  

(খ) বিজয় মিশ্র  

(গ) কৃষ্ণমাচারী শ্রীকান্ত  

(ঘ) কোনটিই নয়

৪। সম্প্রতি, ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌ মহড়া বরুণের 23তম সংস্করণ শুরু হয়েছে?


(ক) ইংল্যান্ড   

(খ) বাংলাদেশ   

(গ) ফ্রান্স   

(ঘ) আমেরিকা


৫। সম্প্রতি কোন রাজ্যে এক শিংওয়ালা গন্ডারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 392 ?


(ক) পশ্চিমবঙ্গ   

(খ) ওড়িশা   

(গ) আসাম     

(ঘ) সিকিম  


৬। ডেভিড স্টিভেন কোহেন সম্প্রতি মারা গেছেন তিনি কে ছিলেন ?


(ক) গায়ক   

(খ) কবি   

(গ) সাংবাদিক   

(ঘ) লেখক


৭। উত্তরপ্রদেশে সম্প্রতি কোথায় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্মার্ট স্কুল চালু হয়েছে?


(ক) গোরখপুর   

(খ) বারাণসী    

(গ) গ্রেটার নয়ডা    

(ঘ) জয়পুর 


৮। সম্প্রতি কোন রাজ্য সরকার জনপ্রতি 50 টাকা পর্যটক ফি আরোপ করেছে ?


(ক) বিহার   

() রাজস্থান    

(গ) সিকিম   

(ঘ) কাশ্মীর 


৯। UIDAI সম্প্রতি আধার পরিষেবা উন্নত করার জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?


(ক) Meta   

(খ) ChatGPT    

(গ) Supreme AI   

(ঘ) কোনটিই নয়


১০। সম্প্রতি স্টুয়ার্ট ইয়াং কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ?


(ক) ভেনেজুয়েলা   

(খ) গুয়ানা    

(গ) উরুগুয়ে    

(ঘ) ত্রিনিদাদ ও টোবাগো 



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড

করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।