Daily Bengali Current Affairs 13th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ই মার্চ ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 13th March 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কে মহিলাদের জন্য ‘She TARA’ প্রচারাভিযান চালু করেছেন ?
(ক) এইচডিএফসি লাইফ
(খ) এলআইসি
(গ) স্টার হেলথ
(ঘ) এস বি আই লাইফ ।
২। সম্প্রতি ‘নো
স্মোকিং ডে’ কবে পালিত হয়েছে ?
(ক) ১০ই মার্চ
(খ) ১১ই মার্চ
(গ) ১২ই মার্চ
(ঘ) কোনটিই নয় ।
৩। কোন সংস্থা সম্প্রতি সম্পূর্ণ স্বয়ংক্রিয় Whatsapp ঋণ বিতরণ পরিষেবা চালু করেছে ?
(ক) Cread
(খ) PhonePe
(গ) Rupee 112
(ঘ)
Google Pay ।
৪। সম্প্রতি ‘যাদয়স্বামী
উৎসব’ কোথায় পালিত হয়েছে ?
(ক) সিকিম
(খ) গুজরাট
(গ) তামিলনাড়ু
(ঘ) হরিয়ানা ।
৫। সম্প্রতি কে মহিলা উদ্যোক্তাদের জন্য কোনো আমানত
ছাড়াই ডিজিটাল SME ঋণ ‘SBI অস্মিতা’ চালু করেছে ?
(ক) SBI
(খ) BOB
(গ) PNB
(ঘ) INDIAN ।
৬। সম্প্রতি IQAir দ্বারা প্রকাশিত 7 তম বার্ষিক বিশ্ব বায়ুর গুণমান রিপোর্ট 2024-এ কে 5ম স্থান
অধিকার করেছে ?
(ক) আমেরিকা
(খ) বাংলাদেশ
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ভারত ।
৭। সম্প্রতি প্রকাশিত SIPRI রিপোর্ট অনুসারে, কে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক হয়েছেন ?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) ইউক্রেন
(ঘ) ইতালি ।
৮। সম্প্রতি
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে দায়িত্ব
নিয়েছেন ?
(ক) নিতিন আগরওয়াল
(খ) ওমর আবদুল্লা
(গ) অতুল কুমার গয়াল
(ঘ) এদের কেউ নয় ।
৯। সম্প্রতি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোথায় প্রথম স্মার্ট সিটি
হাসপাতাল ও প্যাথলজি সেন্টারের উদ্বোধন করেছেন?
(ক) বারানসী
(খ) গোরখপুর
(গ) ঝাঁসি
(ঘ) প্রয়াগরাজ ।
১০। সম্প্রতি
মহাবিশ্বের উৎপত্তি প্রকাশের জন্য কে SPHEREx চালু করেছে ?
(ক) CNSA
(খ) SPACE X
(গ) ISRO
(ঘ) NASA ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড
করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।