Latest

Wednesday, March 12, 2025

Daily Bengali Current Affairs 12th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই মার্চ ২০২৫

 Daily Bengali Current Affairs 12th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই মার্চ ২০২৫

Daily Bengali Current Affairs 12th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই মার্চ ২০২৫

Daily Bengali Current Affairs 12th March 2025

নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 12th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই মার্চ ২০২৫

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 12th March 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সাম্প্রতিক সময়ে ভারতে সবচেয়ে বেশি প্রভাবশালী(ধনী) মহিলা কে ?

(ক) নীতা আম্বানি    

(খ) সাবিত্রী জিন্দাল     

(গ) রোশনি নাডার    

(ঘ) এদের কেউ নয়


২। সম্প্রতি কে আজীবন সম্মাননা (Life Time Achievement) পুরস্কারে ভূষিত হয়েছেন ?


(ক) জয়প্রকাশ গর্গ   

(খ) বিকাশ কৌশল   

(গ) ডাঃ শ্রীধর মিত্তা   

()  কেউ নয়


৩। সম্প্রতি কোথায় পয়োধি মিল্ক ব্যাংকের শুভারম্ভ হয়েছে?

(ক) AIIMS পাটনা  

(খ) AIIMS ভুবনেশ্বর  

(গ) AIIMS দিল্লী   

(ঘ) AIIMS ঋষীকেশ


৪। সম্প্রতি কোন রাজ্য সরকার নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ?

(ক) সিকিম   

(খ) গুজরাট   

(গ) আসাম   

(ঘ) হরিয়ানা


৫। সম্প্রতি কে সুপ্রিম কোর্টের নতুন জজ হয়েছে ?

 (ক)বিচারপতি জয়মাল্য বাগাচী

(খ) বিচারপতি নিতিন আগরওয়াল  

(গ) বিচারপতি মনোজ মেহতা     

(ঘ) কেউ নয়  


৬। সম্প্রতি CCRH হোমিওপ্যাথির ক্ষেত্রে গবেষণা সহযোগিতার জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?


(ক) দিল্লি বিশ্ববিদ্যালয়   

(খ) দিল্লি বিশ্ববিদ্যালয়   

(গ) নালন্দা বিশ্ববিদ্যালয়  

(ঘ) অ্যাডামাস বিশ্ববিদ্যালয়


৭। সম্প্রতি কে হোন্ডা কার ইন্ডিয়ার নতুন সভাপতি এবং সিইও হয়েছেন ?

(ক) নিসাশি টেকুচি    

(খ) ইরিনা ঘোষ    

(গ) তাকাশি নাকাজিমা    

(ঘ) ম্যামুন আলম 


৮। সাম্প্রতিক সময়ে গুলমার্গে ভারতের শীতকালী খেলা ‘খেল ইন্ডিয়া 2025’-এর দ্বিতীয় ধাপ কে উদ্বোধন করেছেন ?

(ক) অমিত শাহ    

() ওমর আবদুল্লা    

(গ) মনোজ সিনহা  

(ঘ) এদের কেউ নয় 

৯। সম্প্রতি IIFA অ্যাওয়ার্ডস 2025 এর আয়োজন কোথায় হয়েছিল?

(ক) বারানসী   

(খ) মেঘালয়    

(গ) জয়পুর    

(ঘ) উত্তরপ্রদেশ


১০। সম্প্রতি কোন ভারতীয় টেলিকম কোম্পানি স্পেসএক্স-এর সাথে বোঝাপড়া করেছে ?

(ক)  VI   

(খ) JIO    

(গ) BSNL    

(ঘ) এয়ারটেল 



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড

করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।