Latest

Sunday, November 24, 2024

RRB RAILWAY GK 1 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ১ ।। Free PDF Download

 RRB RAILWAY GK 1 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব -১ ।। Free PDF Download


RRB RAILWAY GK 1 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ১ ।। Free PDF Download

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB RAILWAY GK 1 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ১ ।। Free PDF Download

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

RRB RAILWAY GK 1

১) ভারতে প্রথম কম্পিউটারচালিত রিজার্ভেশন শুরু হয় কবে ?

উ:- 2002 খ্রিস্টাব্দে (দিল্লিতে)।

২) ভারতীয় রেল বাষ্পচালিত রেল ইঞ্জিন বন্ধ করে কবে ?

উ:- 1971 খ্রিস্টাব্দে।

৩) ভারতীয় রেল দিয়ে ডাক পরিষেবা দেওয়া শুরু হয় কবে থেকে ?

উ:- 1907 খ্রিস্টাব্দ থেকে।

৪) সবচেয়ে ক্ষুদ্র রেলওয়েজোন কোনটি ?

উ:- নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েজোন।

৫) ভারতে দীর্ঘতম রাস্তা অতিক্রমকারী ট্রেনটির নাম কি ?

উ:- বিবেক এক্সপ্রেস (ডিব্রুগড় থেকে কন্যাকুমারী- 4286 km)

৬) ভারতের প্রথম ভ্রমনমূলক ট্রেন কোনটি ?

উ:- প্যালেস অন হুইল (1982 সালে দিল্লী ও জয়পুর)।

৭) ভারতে প্রথম জনশতাব্দী এক্সপ্রেস চালু হয় কবে ?

উ:- 2002 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল।

৮) সব থেকে বেশি টানেল আছে কোথায় ?

উ:- নর্দান রেলওয়ে কালকা সিমলা ডিভিশনে 103 টানেল।

৯) স্বাধীনতার পর ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন?

উ:- জন মাথাই।

১০) ভারতে প্রথম RPF গঠন হয় কবে ?

উ:- 1882 খ্রিস্টাব্দে।

১১) ভারতের প্রথম ব্রডগেজ সুপারফাস্ট ট্রেন কোনটি ?

উ:- রাজধানী এক্সপ্রেস (নতুনদিল্লি থেকে হাওড়া)।

১২) ভারতের প্রথম মিটারগেজ সুপারফাস্ট ট্রেন কোনটি ?

উ:- পিংকসিটি এক্সপ্রেস (জয়পুর থেকে নতুনদিল্লি)।

১৩) ভারতে বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড কোথায় আছে ?

উ:- মুঘলসরাই স্টেশনে।

১৪) ভারতীয় রেলে তৃতীয় শ্রেনীর সংরক্ষন তুলে দেওয়া হয় কবে ?

উ:- 1974 খ্রিস্টাব্দে।

১৫) ভারত সরকার EIIR কোম্পানিকে কিনে নেয় কবে ?

উ :- 1879 খ্রিস্টাব্দে।

১৬) ভারতে প্রথম ডিজেল ইঞ্জিন এর সূচনা হয় কবে ?

উ:- 1957 সালে।

১৭) ভারতীয় রেলের জাতীয়করণ হয় কবে ?

উ:-1951 খ্রিস্টাব্দে ।

১৮) ভারতে প্রথম পেট্রোল রেল কার চালু হয় কবে ?

উ:- 1911 খ্রিস্টাব্দে (কালকা সিমলা রেলপথে)।

১৯) ভারতে প্রথম কালার লাইট সিগন্যাল চালু হয় কবে ?

উ:- 1928 খ্রিস্টাব্দে।

২০) ভারতে প্রথম মনো রেল চলে কবে ?

উ:- 2014 সালের 2 ফেব্রুয়ারী।


PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন