RRB RAILWAY GK 1 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব -১ ।। Free PDF Download
১) ভারতে প্রথম কম্পিউটারচালিত
রিজার্ভেশন শুরু হয় কবে ?
উ:- 2002 খ্রিস্টাব্দে (দিল্লিতে)।
২) ভারতীয় রেল বাষ্পচালিত রেল ইঞ্জিন বন্ধ করে কবে ?
উ:- 1971 খ্রিস্টাব্দে।
৩) ভারতীয় রেল দিয়ে ডাক পরিষেবা দেওয়া শুরু হয় কবে
থেকে ?
উ:- 1907 খ্রিস্টাব্দ থেকে।
৪) সবচেয়ে ক্ষুদ্র রেলওয়েজোন কোনটি ?
উ:- নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েজোন।
৫) ভারতে দীর্ঘতম রাস্তা অতিক্রমকারী ট্রেনটির নাম কি
?
উ:- বিবেক এক্সপ্রেস (ডিব্রুগড় থেকে কন্যাকুমারী- 4286 km)।
৬) ভারতের প্রথম ভ্রমনমূলক ট্রেন কোনটি ?
উ:- প্যালেস অন হুইল (1982 সালে দিল্লী ও জয়পুর)।
৭) ভারতে প্রথম জনশতাব্দী এক্সপ্রেস চালু হয় কবে ?
উ:- 2002 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল।
৮) সব থেকে বেশি টানেল আছে কোথায় ?
উ:- নর্দান রেলওয়ে কালকা সিমলা ডিভিশনে 103 টানেল।
৯) স্বাধীনতার পর ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী কে
ছিলেন?
উ:- জন মাথাই।
১০) ভারতে প্রথম RPF গঠন হয় কবে ?
উ:- 1882 খ্রিস্টাব্দে।
১১) ভারতের প্রথম ব্রডগেজ সুপারফাস্ট ট্রেন কোনটি ?
উ:- রাজধানী এক্সপ্রেস (নতুনদিল্লি থেকে হাওড়া)।
১২) ভারতের প্রথম মিটারগেজ সুপারফাস্ট ট্রেন কোনটি ?
উ:- পিংকসিটি এক্সপ্রেস (জয়পুর থেকে নতুনদিল্লি)।
১৩) ভারতে বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড কোথায় আছে ?
উ:- মুঘলসরাই স্টেশনে।
১৪) ভারতীয় রেলে তৃতীয় শ্রেনীর
সংরক্ষন তুলে দেওয়া হয় কবে ?
উ:- 1974 খ্রিস্টাব্দে।
১৫) ভারত সরকার EIIR কোম্পানিকে কিনে নেয় কবে ?
উ :- 1879 খ্রিস্টাব্দে।
১৬) ভারতে প্রথম ডিজেল ইঞ্জিন এর সূচনা হয় কবে ?
উ:- 1957 সালে।
১৭) ভারতীয় রেলের জাতীয়করণ হয় কবে ?
উ:-1951 খ্রিস্টাব্দে ।
১৮) ভারতে প্রথম পেট্রোল রেল কার চালু হয় কবে ?
উ:- 1911 খ্রিস্টাব্দে (কালকা সিমলা রেলপথে)।
১৯) ভারতে প্রথম কালার লাইট সিগন্যাল চালু হয় কবে ?
উ:- 1928 খ্রিস্টাব্দে।
২০) ভারতে প্রথম মনো রেল চলে কবে ?
উ:- 2014 সালের 2 ফেব্রুয়ারী।
PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।