RRB RAILWAY GK 2 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ২ ।। Free PDF Download
২১। ভারতে রেল কর্মচারীর বীমা যোজনা শুরু
হয় কবে ?
উ:- 1977 খ্রিস্টাব্দে।
২২। ভারতের প্রথম বুলেট ট্রেন যাত্রা শুরু করে কবে থেকে
?
উ:- 2022 খ্রিস্টাব্দে (মুম্বাই থেকে আমেদাবাদ এর মধ্যে)।
২৩। ভারতের প্রথম কম্পিউটারাইজড রেল স্টেশন কোনটি ?
উ:- নিউ দিল্লী (1985 সালের 15ইনভেম্বর)
২৪। ভারতীয় রেলে গার্ড ও ড্রাইভারের মধ্যে প্রথম টেলিফোন
পরিষেবা শুরু হয় কবে ?
উ:- 1982 সালের 20 জুন (মুম্বই নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেসে)।
২৫। ভারতে তৎকাল পরিষেবা চালু করা হয় কবে ?
উ:-- 1997 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর (দিল্লী অমৃতসর
শতাব্দী এক্সপ্রেসে)।
২৬। ভারতে প্রথম গরীব রথ চালু হয় (প্রথম সুপারফাস্ট
ট্রেন) কবে ?
উ:- 2006 খ্রিস্টাব্দের 4 অক্টোবর।
২৭। ভারতের প্রথম পুরাতন সংরক্ষিত রেলইঞ্জিন কোনটি
?
উ:- ফেয়ারি কুইন (2005 খ্রিস্টাব্দে চালু হয়)।
২৮। ভারতের প্রথম ডাবল ডেকার ট্রেন কোনটি ?
উ:- ফ্লাইং কুইন (2005 খ্রিস্টাব্দে চালু হয়)।
২৯। ভারতের প্রথম ডিলাক্স ট্রেন কোনটি ?
উ:- ডেকান কুইন এক্সপ্রেস যা মহারাষ্ট্রের দুটি বড়
শহর পুনে এবং মুম্বাইকে সংযুক্ত করে 1930 খ্রিস্টাব্দে ।
৩০। ভারতের প্রথম মিটার গেজে চলা সুপারফাস্ট ট্রেন কবে
কোথায় চালু হয় ?
উঃ- 1991 সালে 16th June পিঙ্কসিটি এক্সপ্রেস দিল্লি
থেকে জয়পুর।
৩১। রাজধানী এক্সপ্রেস প্রথম কোথায় চলে ?
উঃ- নিউ দিল্লী এবং হাওড়ার মধ্যে 1969 সালের ১লা মার্চ।
৩২। সবচেয়ে ক্ষুদ্র রেলওয়েজোন কোনটি ?
উঃ- নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েজোন।
৩৩। ভারতে দীর্ঘতম রাস্তা অতিক্রমকারী ট্রেন কোনটি
?
উঃ- বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে কন্যাকুমারী-
4286 km
৩৪। ভারতে সবচেয়ে কম দূরত্ব অতিক্রমকারী ট্রেন কোনটি
?
উঃ- নাগপুর
থেকে আজনি 3 km।
৩৫। সব থেকে বেশি টানেল আছে কোন দিভিশনে ?
উঃ- নর্দান রেলওয়ে কালকা সিমলা ডিভিশনে 103টি টানেল।
৩৬। স্বাধীনতার পর ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী কে হন
?
উঃ- জনমাথাই।
৩৭। ম্যাসকট: ভেলু দি গার্ডকবে সূচনা হয় ?
উঃ- 2002 সালে (150 বছর পূর্তিতে)। ম্যাসকটের হাতে
রয়েছে লণ্ঠন ও সবুজ আলো।
৩৮। ভারতে প্রথম ডিজেল ইঞ্জিন এর সূচনা হয় কত সালে
?
উঃ- 1957 সালে।
৩৯। ভারতের প্রথম ব্রডগেজ সুপারফাস্ট ট্রেন কোনটি ?
উঃ- রাজধানী এক্সপ্রেস নতুনদিল্লি থেকে হাওড়া।
৪০। ভারতের প্রথম মিটারগেজ সুপারফাস্ট ট্রেন কোনটি ?
উঃ- পিংকসিটি এক্সপ্রেস জয়পুর থেকে নতুনদিল্লি।
৪১। ভারতে বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড কোথায় আছে ?
উঃ- মুঘলসরাই স্টেশনে।
৪২। ভারতীয় রেল দিয়ে ডাক পরিষেবা দেওয়া শুরু হয় কত সাল
থেকে ?
উঃ- 1907 সাল থেকে।
৪৩। ভারতীয় রেলে তৃতীয় শ্রেনীর সংরক্ষন তুলে দেওয়া হয়
কত সালে ?
উঃ- 1974 সালে।
৪৪। ভারতে প্রথম RPF গঠন হয় কত সালে ?
উঃ- 1882 সালে।
৪৫। ভারত সরকার EIIR কোম্পানিকে কিনে নেয় কত সালে ?
উঃ- 1879 সালে।
PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।