Latest

Monday, November 25, 2024

RRB RAILWAY GK 2 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ২ ।। Free PDF Download

 RRB RAILWAY GK 2 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ২ ।। Free PDF Download


RRB RAILWAY GK 2 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ২ ।। Free PDF Download


বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB RAILWAY GK 2 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ২ ।। Free PDF Download

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

RRB RAILWAY GK 2

২১। ভারতে রেল কর্মচারীর বীমা যোজনা শুরু হয় কবে ?

উ:- 1977 খ্রিস্টাব্দে।

২২। ভারতের প্রথম বুলেট ট্রেন যাত্রা শুরু করে কবে থেকে ?

উ:- 2022 খ্রিস্টাব্দে (মুম্বাই থেকে আমেদাবাদ এর মধ্যে)।

২৩। ভারতের প্রথম কম্পিউটারাইজড রেল স্টেশন কোনটি ?

উ:- নিউ দিল্লী (1985 সালের 15ইনভেম্বর)

২৪। ভারতীয় রেলে গার্ড ও ড্রাইভারের মধ্যে প্রথম টেলিফোন পরিষেবা শুরু হয় কবে ?

উ:- 1982 সালের 20 জুন (মুম্বই নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেসে)।

২৫। ভারতে তৎকাল পরিষেবা চালু করা হয় কবে ?

উ:-- 1997 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর (দিল্লী অমৃতসর শতাব্দী এক্সপ্রেসে)।

২৬। ভারতে প্রথম গরীব রথ চালু হয় (প্রথম সুপারফাস্ট ট্রেন) কবে ?

উ:- 2006 খ্রিস্টাব্দের 4 অক্টোবর।

২৭। ভারতের প্রথম পুরাতন সংরক্ষিত রেলইঞ্জিন কোনটি ?

উ:- ফেয়ারি কুইন (2005 খ্রিস্টাব্দে চালু হয়)।

২৮। ভারতের প্রথম ডাবল ডেকার ট্রেন কোনটি ?

উ:- ফ্লাইং কুইন (2005 খ্রিস্টাব্দে চালু হয়)।

২৯। ভারতের প্রথম ডিলাক্স ট্রেন কোনটি ?

উ:- ডেকান কুইন এক্সপ্রেস যা মহারাষ্ট্রের দুটি বড় শহর পুনে এবং মুম্বাইকে সংযুক্ত করে 1930 খ্রিস্টাব্দে ।

৩০। ভারতের প্রথম মিটার গেজে চলা সুপারফাস্ট ট্রেন কবে কোথায় চালু হয় ?

উঃ- 1991 সালে 16th June পিঙ্কসিটি এক্সপ্রেস দিল্লি থেকে জয়পুর।

৩১। রাজধানী এক্সপ্রেস প্রথম কোথায় চলে ?

উঃ- নিউ দিল্লী এবং হাওড়ার মধ্যে 1969 সালের ১লা মার্চ।

৩২। সবচেয়ে ক্ষুদ্র রেলওয়েজোন কোনটি ?

উঃ- নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েজোন।

৩৩। ভারতে দীর্ঘতম রাস্তা অতিক্রমকারী ট্রেন কোনটি ?

উঃ- বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে কন্যাকুমারী- 4286 km

৩৪। ভারতে সবচেয়ে কম দূরত্ব অতিক্রমকারী ট্রেন কোনটি ?

উঃ-  নাগপুর থেকে আজনি 3 km।

৩৫। সব থেকে বেশি টানেল আছে কোন দিভিশনে ?

উঃ- নর্দান রেলওয়ে কালকা সিমলা ডিভিশনে 103টি টানেল।

৩৬। স্বাধীনতার পর ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী কে হন ?

উঃ- জনমাথাই।

৩৭। ম্যাসকট: ভেলু দি গার্ডকবে সূচনা হয় ?

উঃ- 2002 সালে (150 বছর পূর্তিতে)। ম্যাসকটের হাতে রয়েছে লণ্ঠন ও সবুজ আলো।

৩৮। ভারতে প্রথম ডিজেল ইঞ্জিন এর সূচনা হয় কত সালে ?

উঃ- 1957 সালে।

৩৯। ভারতের প্রথম ব্রডগেজ সুপারফাস্ট ট্রেন কোনটি ?

উঃ- রাজধানী এক্সপ্রেস নতুনদিল্লি থেকে হাওড়া।

৪০। ভারতের প্রথম মিটারগেজ সুপারফাস্ট ট্রেন কোনটি ?

উঃ- পিংকসিটি এক্সপ্রেস জয়পুর থেকে নতুনদিল্লি।

৪১। ভারতে বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড কোথায় আছে ?

উঃ- মুঘলসরাই স্টেশনে।

৪২। ভারতীয় রেল দিয়ে ডাক পরিষেবা দেওয়া শুরু হয় কত সাল থেকে ?

উঃ- 1907 সাল থেকে।

৪৩। ভারতীয় রেলে তৃতীয় শ্রেনীর সংরক্ষন তুলে দেওয়া হয় কত সালে ?

উঃ- 1974 সালে।

৪৪। ভারতে প্রথম RPF গঠন হয় কত সালে ?

উঃ- 1882 সালে।

৪৫। ভারত সরকার EIIR কোম্পানিকে কিনে নেয় কত সালে ?

উঃ- 1879 সালে।


PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন