Daily Bengali Current Affairs 11th January 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। কোন রাজ্যের JAGA মিশন সম্প্রতি ইউএন হ্যাবিট্যাটের ওয়ার্ল্ড হ্যাবিট্যাট অ্যাওয়ার্ড 2023 জিতেছে ?
(ক) ঝাড়খণ্ড
(খ) বিহার
(গ) ওড়িশা
(ঘ) মধ্য প্রদেশ ।
২। সম্প্রতি প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কোন রাজ্যের
মুখ্যমন্ত্রীর ডায়েরি প্রকাশ করেছেন ?
(ক) গোয়া
(খ) রাজস্থান
(গ) আসাম
(ঘ) মধ্য প্রদেশ ।
৩। সম্প্রতি “পতংরাও কদম পুরস্কার” কে পেয়েছেন ?
(ক) ডি ওয়াই চন্দ্রচূদ
(খ) পঙ্কজ আদওয়ানি
(গ) আদর পুনাওয়ালা
(ঘ) সঞ্জীব সান্যাল ।
৪। সম্প্রতি “বিশ্ব হিন্দি দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 09 জানুয়ারী
(খ) 08 জানুয়ারী
(গ) 10 জানুয়ারী
(ঘ) 07 জানুয়ারী ।
৫। সম্প্রতি কোন দেশের অভিজ্ঞ ক্রিকেটার ডোয়াইন প্রিটোরিয়াস আন্তর্জাতিক
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ?
(ক) দক্ষিন আফ্রিকা
(খ) অস্ট্রেলিয়া
(গ) আমেরিকা
(ঘ) জাপান ।
৬। সম্প্রতি কে তার ক্যারিয়ারের 92তম সফর শিরোপা জিতেছেন ?
(ক) রজার ফেদারার
(খ) রাফায়েল নাদাল
(গ) সানিয়া মির্জা
(ঘ) নোভাক জোকোভিচ ।
৭। সম্প্রতি কে
নাসার নতুন প্রধান প্রযুক্তিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন ?
(ক) Sanyam Mehra
(খ) Anjani Kumar
(গ) A C Charaniya
(ঘ) Ajit Saxena ।
৮। সম্প্রতি 2022 সালের ডিসেম্বরের আইসিসি প্লেয়ার অফ দ্য
মান্থ অ্যাওয়ার্ড কে পেয়েছেন ?
(ক) অ্যাশ গার্ডনার
(খ) হ্যারি ব্রুক
(গ) ক এবং খ উভয়
(ঘ) উপরের কেউই না ।
৯। সম্প্রতি কোন কোম্পানির এমডি আরএস সোধি পদত্যাগ করেছেন ?
(ক) TATA
(খ) Videocon
(গ) Amul
(ঘ) Wipro ।
১০। সম্প্রতি কোথায় মিলিটারি ট্যাটু এবং ট্রাইবাল ডান্স
ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ?
(ক) ভুবনেশ্বর
(খ) পুরী
(গ) বিহার
(ঘ) নতুন দিল্লি ।
১১। ডঃ
তেহামটন ই উদ্ভাদিয়া সম্প্রতি মারা গেছেন, তিনি ডাক্তার ছিলেন ।
১২। সম্প্রতি
কেরল রাজ্যটি দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্যে পরিণত হয়েছে ।
১৩।
সম্প্রতি “KK Abdul Ghaffar” এর আত্মজীবনী প্রকাশ
করেছেন এম এস ধোনি ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১০ই জানুয়ারি ২০২৩ দেখুন ।