Daily Bengali Current Affairs 10th January 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি মারা
গেছেন ?
(ক) ঝাড়খণ্ড
(খ) বিহার
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) মধ্য প্রদেশ ।
২। সম্প্রতি ওসমানাবাদ জেলা আদালত কোন রাজ্যের প্রথম ই-কোর্টে পরিণত হয়েছে ?
(ক) আসাম
(খ) রাজস্থান
(গ) মহারাষ্ট্র
(ঘ) মধ্য প্রদেশ ।
৩। সম্প্রতি “অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ” দিয়ে কাকে সম্মানিত
করা হবে ?
(ক) গৌতম বোরা
(খ) পঙ্কজ আদওয়ানি
(গ) ডি ওয়াই চন্দ্রচূদ
(ঘ) সঞ্জীব সান্যাল ।
৪। সম্প্রতি BCCI এর নির্বাচক কমিটির চেয়ারম্যান কে হয়েছেন ?
(ক) পঙ্কজ মোহন
(খ) সুনীল গাভাস্কার
(গ) চেতন শর্মা
(ঘ) সৌরভ গাঙ্গুলী ।
৫। সম্প্রতি মনপ্রীত মনিকা সিং কোন দেশের প্রথম নারী শিখ বিচারক
হিসেবে শপথ নিয়েছেন ?
(ক) আমেরিকা
(খ) অস্ট্রেলিয়া
(গ) আমেরিকা
(ঘ) জাপান ।
৬। রেহমান রাহি, কোন রাজ্যের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী সম্প্রতি মারা গেছেন ?
(ক) মধ্য প্রদেশ
(খ) পশ্চিমবঙ্গ
(গ) উত্তর প্রদেশ
(ঘ) জম্মু কাশ্মীর ।
৭। সম্প্রতি “Paytm পেমেন্টস ব্যাঙ্ক”-এর MD এবং
CEO কে হয়েছেন ?
(ক) মাইকেল ওবামা
(খ) পঙ্কজ মোহন
(গ) সুরিন্দর চাওলা
(ঘ) অঞ্জনী কুমার ।
৮। সম্প্রতি নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেলে সেরা পরিচালকের পুরস্কার
কে জিতেছেন ?
(ক) করণ জোহর
(খ) রামগোপাল ভার্মা
(গ) এস এস রাজামৌলি
(ঘ) অনুরাগ কাশ্যপ ।
৯। সম্প্রতি কোথায় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শুরু হয়েছে ?
(ক) লখনউ
(খ) পুরী
(গ) আহমেদাবাদ
(ঘ) ভুবনেশ্বর ।
১০। সম্প্রতি কোন রাজ্যে ঐতিহ্যবাহী “চেরাচেরা উৎসব” পালিত
হয়েছে ?
(ক) ভুবনেশ্বর
(খ) ঝাড়খণ্ড
(গ) ওড়িশা
(ঘ) ছত্তিশগড় ।
১১। সম্প্রতি
ইন্দোরে প্রধানমন্ত্রী মোদী প্রবাসী ভারতীয় দিবস 2023 সম্মেলনের উদ্বোধন করেছেন ।
১২। কেরল
রাজ্য সরকার সম্প্রতি MNREGA কর্মীদের পেনশন দেওয়ার জন্য
একটি কল্যাণ বোর্ড গঠন করেছে ।
১৩।
ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা সম্প্রতি পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন
।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৯ই জানুয়ারি ২০২৩ দেখুন ।