Daily Bengali Current Affairs 7th September 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধানকে কোন দেশের সেনা জেনারেলের সম্মানসূচক
পদমর্যাদা দেওয়া হয়েছে ?
(ক) জাপান
(খ) শ্রীলংকা
(গ) নেপাল
(ঘ) চীন ।
২। কোন রাজ্য সরকার সম্প্রতি ভারতের প্রথম ‘বায়ো ভিলেজ’ ডিজাইন
করেছে ?
(ক) আসাম
(খ) পশ্চিমবঙ্গ
(গ) ত্রিপুরা
(ঘ) মহারাষ্ট্র ।
৩। কোন দেশ সম্প্রতি “স্নিফিং করোনা ভ্যাকসিন” অনুমোদনকারী প্রথম
হয়েছে ?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) চীন
(ঘ) রাশিয়া ।
৪। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে
আফগানিস্তানের জন্য তার নতুন বিশেষ দূত নিযুক্ত করেছেন ?
(ক) উজবেকিস্তান
(খ) ব্রিটেন
(গ) কিরগিজস্তান
(ঘ) ইউক্রেন ।
৫। সম্প্রতি, কোন রাজ্যের ভরতৌল গ্রাম প্রতিটি বাড়িতে RO জল সহ
প্রথম গ্রাম হয়ে উঠেছে ?
(ক) উত্তর প্রদেশ
(খ) দিল্লী
(গ) মুম্বাই
(ঘ) কলকাতা ।
৬। সম্প্রতি “স্বস্ত শক্তিশালী ভারত” সম্মেলনের উদ্বোধন করেছেন
কে ?
(ক) পীযূষ গয়াল
(খ) লক্ষ্মণ নরসিংহন
(গ) নরেন্দ্র মোদি
(ঘ)
ডাঃ মনসুখ মান্ডাভিয়া ।
৭। সম্প্রতি ডাবর রেড পেস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে
কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) অক্ষয় কুমার
(খ) অনুপম ভাল
(গ) অমিতাভ বচ্চন
(ঘ) উপরের কেউই না ।
৮। সম্প্রতি কোন রাজ্য “রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীদের সম্মেলন”
আয়োজন করবে ?
(ক) জাপান
(খ) চীন
(গ) গুজরাট
(ঘ) জার্মানি ।
৯। কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর
ঘোষণা করেছেন ?
(ক) শিখর ধাওয়ান
(খ) রাহুল সিং
(গ) সুরেশ রায়না
(ঘ) রোহিত শর্মা ।
১০। সম্প্রতি IndusInd Bank সাপ্লাই চেইন ফাইন্যান্সিং এর জন্য কোন
ব্যাঙ্কের সাথে চুক্তি করেছে ?
(ক) NDB
(খ) SBI
(গ) ADB
(ঘ) PNB ।
১১। সম্প্রতি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস ।
১২। সম্প্রতি ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনটি নতুন জেলার উদ্বোধন করেছেন ।