Latest

Tuesday, September 6, 2022

Daily Bengali Current Affairs 6th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৬ই সেপ্টেম্বর ২০২২

 Daily Bengali Current Affairs 6th September 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 6th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৬ই সেপ্টেম্বর ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি “আন্তর্জাতিক দাতব্য দিবস” কবে পালিত হয়েছে ?

(ক) ৭ সেপ্টেম্বর    

(খ) ৪ সেপ্টেম্বর      

(গ) ৫ সেপ্টেম্বর     

(ঘ) ৬ সেপ্টেম্বর

২। সম্প্রতি কোন রাজ্য সরকার শকুন রক্ষার জন্য 14টি জেলা চিহ্নিত করেছে ?

(ক) মধ্য প্রদেশ     

(খ) পশ্চিমবঙ্গ      

(গ) উত্তর প্রদেশ     

(ঘ) মহারাষ্ট্র  ।

৩। সম্প্রতি মালয়েশিয়ার দাবা প্রতিযোগিতায় অনিষ্কা বিয়ানি কোন পদক জিতেছেন ?

(ক) ব্রোঞ্জ   

(খ) সিলভার    

(গ) সোনা     

(ঘ) উপরের কোনটিই না  

৪। সম্প্রতি কোন দেশে স্বামী বিবেকানন্দের প্রথম মূর্তি স্থাপন করা হয়েছে ?

(ক) রাশিয়া    

(খ) ব্রিটেন    

(গ) ল্যাটিন আমেরিকা    

(ঘ) উত্তর কোরিয়া  

৫। যিনি সম্প্রতি আহমেদাবাদে 36তম জাতীয় গেমসের সঙ্গীত এবং মাসকট চালু করেছেন ?

(ক) অমিত শাহ    

(খ) নরেন্দ্র মোদি    

(গ) রাজনাথ সিং    

(ঘ) পীযূষ গয়াল

৬। সম্প্রতি ভারতের শিপিং কর্পোরেশনের নতুন CMD হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) যমুনা কুমার চৌবে    

(খ) লক্ষ্মণ নরসিংহন   

(গ) উৎপল কুমার সিং   

(ঘ)  বি কে ত্যাগী

৭। সম্প্রতি ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’ ডকুমেন্টারিতে ভয়েসের জন্য কে এমি অ্যাওয়ার্ড পেয়েছেন ?

(ক) জাস্টিন ট্রুডো    

(খ) ভলোদিমির জেলেনস্কি   

(গ) বারাক ওবামা   

(ঘ) উপরের কেউই না  ।

৮। সম্প্রতি IMF এর নতুন রিপোর্ট অনুযায়ী বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি ?

(ক) জাপান    () চীন     (গ) ভারত     (ঘ) জার্মানি  

৯। কোন বাংলাদেশী ক্রিকেটার সম্প্রতি T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ?

(ক) সাকিব আল হাসান    

(খ) মেহেদী হাসান   

(গ) মুহফিকুর রহিম    

(ঘ) তামিম ইকবাল  

১০। সম্প্রতি ‘বি শেখ আলী’ মারা গেছেন, তিনি কে ছিলেন ?

(ক) গায়ক    

(খ) কবি    

(গ) ঐতিহাসিক    

(ঘ) লেখক  


১১। সম্প্রতি 2022 ডাচ F1 গ্র্যান্ড প্রিক্স জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন ।
১২। সম্প্রতি কর্ণাটক রাজ্যে ঘটিয়ানা দ্বিবর্ণ নামে একটি নতুন প্রজাতির কাঁকড়া আবিষ্কৃত হয়েছে ।
১৩। সম্প্রতি “When the Heart Speaks: Memoirs of Acardiologists” বইটি লিখেছেন উপেন্দ্র কৌল ।




আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here