Daily Bengali Current Affairs 8th September 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী মুজিব বৃত্তি ঘোষণা করেছেন
?
(ক) জাপান
(খ) শ্রীলংকা
(গ) বাংলাদেশ
(ঘ) চীন ।
২। সম্প্রতি UP-এর কোন জেলায় জেলের খাবার FSSAI-এর 5 স্টার রেটিং
পেয়েছে ?
(ক) ভোপাল
(খ) গোরখপুর
(গ) ফারুখবাদ
(ঘ) বারাণসী
।
৩। কোন দেশ সম্প্রতি চারটি বিতর্কিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে
ভিসা-মুক্ত ভ্রমণ চুক্তি বাতিল করেছে ?
(ক) সিঙ্গাপুর
(খ) আমেরিকা
(গ) রাশিয়া
(ঘ) ইন্দোনেশিয়া ।
৪। সম্প্রতি সুয়েলা ব্র্যাভারম্যান কোন দেশের নতুন স্বরাষ্ট্র
সচিব হয়েছেন ?
(ক) কানাডা
(খ) আমেরিকা
(গ) ব্রিটেন
(ঘ) ফ্রান্স ।
৫। সম্প্রতি কোন রাজ্য সরকার কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প চালু
করার ঘোষণা দিয়েছে ?
(ক) রাজস্থান
(খ) মহারাষ্ট্র
(গ) কেরল
(ঘ) উত্তরপ্রদেশ ।
৬। সম্প্রতি মহানগর গ্যাস লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত
হয়েছেন ?
(ক) Yamuna Kumar Choubey
(খ) B K Tyagi
(গ) V K Paul
(ঘ) Mahesh V
Iyer ।
৭। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী সম্প্রতি কোথায় মন্থন সম্মেলনের
উদ্বোধন করেছেন ?
(ক) নতুন দিল্লি
(খ) মধ্যপ্রদেশ
(গ) বেঙ্গালুরু
(ঘ) পুনে ।
৮। সম্প্রতি কোন রাজ্যে 68 তম নেহেরু ট্রফি বোট রেস পুনমদা লেকে
আয়োজন করা হয়েছে ?
(ক) মধ্যপ্রদেশ
(খ) তামিলনাড়ু
(গ) কেরালা
(ঘ) কর্ণাটক ।
৯। সম্প্রতি কোথায় সুব্রতো কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট
শুরু হয়েছে ?
(ক) পাঞ্জাব
(খ) ভোপাল
(গ) নতুন দিল্লি
(ঘ) পানিপথ ।
১০। সম্প্রতি BCCI-এর আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচের জন্য টাইটেল
স্পন্সরশিপ অধিকার কে পেয়েছেন ?
(ক) Visa Card
(খ) Paytm
(গ) Mastercard
(ঘ) Airtel ।
১২। সম্প্রতি রাষ্ট্রপতি মুর্মু বিচারপতি এম দুরাইস্বামীকে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেছেন ।
১৩। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এনজিটি বর্জ্য ব্যবস্থাপনা ব্যর্থতার জন্য 3500 কোটি টাকা জরিমানা করেছে ।