Latest

Sunday, September 4, 2022

Daily Bengali Current Affairs 4th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৪ঠা সেপ্টেম্বর ২০২২

 Daily Bengali Current Affairs 4th September 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 4th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৪ঠা সেপ্টেম্বর ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি কোন দেশকে ছাড়িয়ে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ?

(ক) ইংল্যান্ড    

(খ) নেদারল্যান্ডস      

(গ) ব্রিটেন     

(ঘ) রাশিয়া

২। সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষকদের জন্য 869 কোটি টাকা বিতরণ করেছে ?

(ক) কেরালা     

(খ) পশ্চিমবঙ্গ      

(গ) ওড়িশা    

(ঘ) বিহার 

৩। কোন রাজ্য সম্প্রতি ভেঞ্চার গ্লোবাল স্টার্টআপ চ্যালেঞ্জ চালু করেছে ?

(ক) তামিলনাড়ু   

(খ) কেরালা    

(গ) কর্ণাটক     

(ঘ) দিল্লি  

৪। সম্প্রতি কোন দেশে এ আর রহমানের নামে সড়কের নামকরণ করা হয়েছে ?

(ক) দুবাই    

(খ) সিঙ্গাপুর    

(গ) কানাডা    

(ঘ) প্যারিস  

৫। সম্প্রতি কে প্রথমবারের মতো “US Pacific Iceland Country Summit” আয়োজনের ঘোষণা দিয়েছেন ?

(ক) আমেরিকা   

(খ) ভারত    

(গ) রাশিয়া     

(ঘ) দুবাই

৬। সম্প্রতি “রিলায়েন্স রিটেল” দ্বারা পারফরম্যাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) রোহিত শর্মা    

(খ) কেএল রাহুল     

(গ) বিরাট কোহলি    

(ঘ)  জসপ্রিত বুমরাহ

৭। সম্প্রতি 'AIFF'-এর নতুন সভাপতি কে হয়েছেন ?

(ক) উৎপল কুমার সিং   

(খ) রাজেশ কুমার শ্রীবাস্তব   

(গ) কল্যাণ চৌবে    

(ঘ) হিমাংশু কাপানিয়া  

৮। কে সম্প্রতি আবুধাবিতে 14 তম ভারত সংযুক্ত আরব আমিরাতের যৌথ কমিশনের সহ-সভাপতি হয়েছেন ?

(ক) অমিত শাহ   

() নরেন্দ্র মোদি   

(গ) এস জয়শঙ্কর   

(ঘ) হরদীপ সিং পুরী  

৯। সম্প্রতি স্টারবাক্সের পরবর্তী CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) ধর্মবীর সিং    

(খ) বিজেন্দর সিং    

(গ) লক্ষ্মণ নরসিংহন    

(ঘ) যমুনা কুমার চৌবে  

১০। কোন রাজ্য সরকার সম্প্রতি মহিলাদের জন্য একটি ঋণ প্রকল্প “মহিলা নিধি” চালু করেছে ?

(ক) কর্ণাটক    

(খ) কেরালা    

(গ) রাজস্থান    

(ঘ) তামিলনাড়ু  

 

১১। সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের স্কুলগুলি সপ্তাহে একবার ব্যাগবিহীন থাকবে ।
১২। মুডি'স সম্প্রতি 2022 সালের জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৭% অনুমান করেছে ।




আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here