Daily Bengali Current Affairs 5th September 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি “জাতীয় আকাশচুম্বী দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 5 সেপ্টেম্বর
(খ) 4 সেপ্টেম্বর
(গ) 3 সেপ্টেম্বর
(ঘ) 6 সেপ্টেম্বর ।
২। সম্প্রতি পবন কুমার বোরঠাকুর কোন রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব
নিয়েছেন ?
(ক) উত্তরাখণ্ড
(খ) পশ্চিমবঙ্গ
(গ) আসাম
(ঘ) বিহার ।
৩। সম্প্রতি 'সানরাইজার্স হায়দ্রাবাদ'-এর প্রধান কোচ হিসেবে কাকে
নিযুক্ত করা হয়েছে ?
(ক) রিকি পন্টিং
(খ) রাহুল দ্রাবিড়
(গ) ব্রায়ান লারা
(ঘ) ভিভি রিচার্ডস ।
৪। সম্প্রতি আনা ব্রানবিক 2024 সাল পর্যন্ত কোন দেশের প্রধানমন্ত্রী
মনোনীত হয়েছেন ?
(ক) ইংল্যান্ড
(খ) ব্রিটেন
(গ) সার্বিয়া
(ঘ) নেদারল্যান্ডস ।
৫। কোন কম্বোডিয়ান মনোরোগ বিশেষজ্ঞ সম্প্রতি 64তম র্যামন ম্যাগসেসে
পুরস্কার 2022-এ সম্মানিত হয়েছেন ?
(ক) সোথেরা ছিম
(খ) ব্রহ্ম কাপুর
(গ) বার্নার্ড মাদ্রিদ
(ঘ) তাদাশি হাট্টোরি ।
৬। সম্প্রতি ‘AIFF’-এর নতুন সাধারণ সম্পাদক হিসেবে কাকে নিযুক্ত
করা হয়েছে ?
(ক) রবিন্দর টক্কর
(খ) হিমাংশু কাপানিয়া
(গ) উৎপল কুমার সিং
(ঘ)
শাজি প্রভাকরণ ।
৭। সম্প্রতি জাতীয় আইনি সেবা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান
হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) Dharamveer Singh
(খ) Bijender singh
(গ) D Y Chandrachud
(ঘ) Laxman Narasimhan ।
৮। সম্প্রতি তিরুবনন্তপুরমে 30 তম দক্ষিণাঞ্চলীয় জোনাল কাউন্সিলের
সভায় সভাপতিত্ব করেছেন কে ?
(ক) এস জয়শঙ্কর
(খ) নরেন্দ্র মোদি
(গ) অমিত শাহ
(ঘ) হরদীপ সিং পুরী ।
৯। সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্কিং ইন রেট্রোস্পেক্ট- 75 ইয়ারস অফ
ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন ?
(ক) সঞ্জয় বারু
(খ) বিজেন্দর সিং
(গ) আশুতোষ রারাভিকর
(ঘ) অমিত সিনহা ।
১০। সম্প্রতি অ্যাস্ট্রো ট্যুরিজম প্রচারের জন্য সরকার দেশের প্রথম
নাইট স্কাই অভয়ারণ্য কোথায় স্থাপন করবে ?
(ক) ব্যাঙ্গালোর
(খ) মুম্বাই
(গ) লাদাখ
(ঘ) ওড়িশা ।