Daily Bengali Current Affairs 3rd September 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি “বিশ্ব নারকেল দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 3 সেপ্টেম্বর
(খ) 2 আগস্ট
(গ) 2 সেপ্টেম্বর
(ঘ) 17 আগস্ট।
২। সম্প্রতি রণবীর সিং তার কোন ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার
পেয়েছেন ?
(ক) সিম্বা
(খ) নেপাল
(গ) মুভি 83
(ঘ) পদ্মাবতী ।
৩। সম্প্রতি কোন দেশে “বিশ্ব অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ
2023” স্থগিত করা হয়েছে ?
(ক) ভারত
(খ) বাংলাদেশ
(গ) চীন
(ঘ) পাকিস্তান ।
৪। সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ মারা
গেছেন ?
(ক) দুবাই
(খ) সিঙ্গাপুর
(গ) রাশিয়া
(ঘ) প্যারিস ।
৫। সম্প্রতি, কোন রাজ্যের পুলিশ দেশের প্রথম পুলিশ হয়ে ফরেনসিক
প্রমাণ সংগ্রহ বাধ্যতামূলক করেছে ?
(ক) দিল্লী
(খ) মহারাষ্ট্র
(গ) চণ্ডীগড়
(ঘ) মুম্বাই ।
৬। সম্প্রতি “ইন্টার রেলওয়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে” পুরুষদের
100 মিটার দৌড়ে কে একটি জাতীয় রেকর্ড গড়েছেন ?
(ক) মহিন্দর সিং গিল
(খ) এস জয়শঙ্কর
(গ) বিজেন্দর সিং
(ঘ)
অম্লান বোরগোহাইন ।
৭। NHPC - এর CMD হিসাবে পদভার গ্রহণ করেছে ?
(ক) বিজেন্দর সিং
(খ) রাজেশ কুমার শ্রীবাস্তব
(গ) যমুনা কুমার চৌবে
(ঘ) এস জয়শঙ্কর ।
৮। সম্প্রতি বিশ্ব জুনিয়র সাঁতার চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে
প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন ?
(ক) পুলাপে বালাকৃষ্ণান
(খ) প্রণয় কুমার ভার্মা
(গ) অপেক্ষা ফার্নান্দেজ
(ঘ) বিক্রম দোরাইস্বামী ।
৯। মারাত্মক জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সম্প্রতি কোন দেশীয়
টিকা ঘোষণা করা হয়েছে ?
(ক) Serveshield
(খ) Survive
(গ) Survey
(ঘ) কোনটিই নয় ।
১০। সম্প্রতি, আগস্ট মাসে GST সংগ্রহ কত শতাংশ বেড়ে 1.43 লক্ষ কোটি
হয়েছে ?
(ক) 13%
(খ) 12%
(গ) 28%
(ঘ) 16% ।
১২। সম্প্রতি প্রথম হোমিওপ্যাথি ইন্টারন্যাশনাল রাশিয়া হেলথ সামিট দুবাই- এ অনুষ্ঠিত হয়েছিল ।