Latest

Monday, August 29, 2022

Daily Bengali Current Affairs 29th August 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৯শে আগস্ট ২০২২

 Daily Bengali Current Affairs 29th August 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 29th August 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৯শে আগস্ট ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি কোথায় DRDO সফলভাবে পিনাকা এক্সটেন্ডেড রেঞ্জ রকেট পরীক্ষা করেছে ?

(ক) শ্রীহরিকোটা    

(খ) নাগপুর      

(গ) পোখরান    

(ঘ) হরিয়ানা

২। ভারতের “Intangible Cultural Heritage” প্রচার ও সুরক্ষার জন্য সম্প্রতি কে ইউনেস্কোর সাথে অংশীদারিত্ব করেছে ?

(ক) মাহিন্দ্রা     

(খ) অডি      

(গ) রয়্যাল এনফিল্ড     

(ঘ) ফোর্ড ।

৩। সম্প্রতি দেশের হয়ে 100 ম্যাচ খেলা একমাত্র ভারতীয় খেলোয়াড় কে ?

(ক) কেএল রাহুল   

(খ) বিরাট কোহলি    

(গ) শিখর ধাওয়ান     

(ঘ) রোহিত শর্মা  

৪। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশের ওষুধ পণ্য রপ্তানি কত শতাংশ বেড়েছে ?

(ক) 120%    

(খ) 105%    

(গ) 146%     

(ঘ) 130%

৫। কোন এয়ারলাইন সম্প্রতি CAE এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রশিক্ষণ ব্যবস্থা ব্যবহার করে প্রথম এয়ারলাইন হয়ে উঠেছে ?

(ক) AirAsia India Airlines    

(খ) Emirates     

(গ) Indigo    

(ঘ) SpiceJet  

৬। সম্প্রতি রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি রোসাটম কোন দেশে দুটি পারমাণবিক চুল্লি নির্মাণ শুরু করবে ?

(ক) ফিলিপাইন     

(খ) মালয়েশিয়া     

(গ) ভিয়েতনাম     

(ঘ)  হাঙ্গেরি

৭। সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কে ?

(ক) হিমাংশু কাপানিয়া      

(খ) মুকুল জৈন      

(গ) অনুরাগ শর্মা     

(ঘ) এদের কেউ নয় ।

৮। সম্প্রতি “মারবত উৎসব” কোথায় পালিত হয় ?

(ক) পুনে    

() সেকেন্দ্রাবাদ    

(গ) নাগপুর    

(ঘ) হায়দ্রাবাদ

৯। সম্প্রতি গবেষকদের একটি দল ভারতে এবং কোন দেশে দীর্ঘ আঙ্গুলের বাদুড়ের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছে ?

(ক) বাংলাদেশ    

(খ) ভারত    

(গ) শ্রীলংকা    

(ঘ) নেপাল   

১০। Ecom express সঠিক ঠিকানা সম্পর্কে তথ্যের জন্য সম্প্রতি কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে ?

(ক) MapmyIndia    

(খ) Google Maps    

(গ) What3words    

(ঘ) Apple Map  

 

১১। সম্প্রতি ভারতে তৈরি বৃহত্তম তরল হাইড্রোজেন ট্যাঙ্ক দক্ষিণ কোরিয়া দেশে পাঠানো হয়েছে ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here