Daily Bengali Current Affairs 28th August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি “বিশ্ব জল সপ্তাহ 2022” কবে শুরু হয়েছে ?
(ক) 25 আগস্ট
(খ) 25 আগস্ট
(গ) 23 আগস্ট
(ঘ) 24 আগস্ট।
২। সম্প্রতি আবুধাবি মাস্টার্স দাবা টুর্নামেন্ট কে জিতেছে ?
(ক) D Gukesh
(খ) Viswanathan Anand
(গ) Arjun Erigasi
(ঘ) V Pranav।
৩। কবে নাগাদ ভারত সম্প্রতি নিট শূন্য নির্গমনের লক্ষ্য অর্জনের
ঘোষণা করেছে ?
(ক) 2050
(খ) 2070
(গ) 2040
(ঘ) 2030 ।
৪। কোন রাজ্য সরকার সম্প্রতি 'বিনাইল ব্যানার' নিষিদ্ধ করেছে ?
(ক) ওড়িশা
(খ) রাজস্থান
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) বিহার ।
৫। ভারতের প্রথম “3D প্রিন্টেড পোস্ট অফিস” সম্প্রতি কোথায় নির্মিত
হচ্ছে ?
(ক) ব্যাঙ্গালোর
(খ) কলকাতা
(গ) দিল্লী
(ঘ) আমেদাবাদ ।
৬। সম্প্রতি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় মা-অন কোন দেশে আঘাত হেনেছে
?
(ক) ফ্রান্স
(খ) মালয়েশিয়া
(গ) শ্রীলংকা
(ঘ)
ফিলিপাইন ।
৭। সম্প্রতি ভারতের 49তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন
?
(ক) Justice SK Call
(খ) Justice DY Chandrachud
(গ) Justice UU Lalit
(ঘ) এদের কেউ নয় ।
৮। সম্প্রতি কোথায় প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গজনের জন্য “সামাজিক
ক্ষমতায়ন শিবির” আয়োজন করা হয়েছে ?
(ক) পুনে
(খ) সেকেন্দ্রাবাদ
(গ) নাগপুর
(ঘ) হায়দ্রাবাদ ।
৯। সম্প্রতি বিশ্বের সবচেয়ে কম বয়সী ব্যক্তি যিনি একা একা উড়েছেন
?
(ক) হিমাংশু কাপানিয়া
(খ) রবিন্দর টক্কর
(গ) ম্যাক রাদারফোর্ড
(ঘ) এন ভি সুন্দরা ।
১০। সম্প্রতি হিরো ইলেকট্রিক ব্যাটারি সোয়াপিং এবং চার্জিং সুবিধার
জন্য কার সাথে চুক্তি করেছে ?
(ক) Tata Power
(খ) Reliance
(গ) Jio-BP
(ঘ) OLA ।
১১। সম্প্রতি হরিদ্বারকে ভারতের সেরা উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে ।