Daily Bengali Current Affairs 20th August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি “বিশ্ব মানবতা দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 17 আগস্ট
(খ) 16 আগস্ট
(গ) 19 আগস্ট
(ঘ) 18 আগস্ট।
২। সম্প্রতি জাতিসংঘের উচ্চ পর্যায়ের ইন্টারনেট প্যানেলে কাকে
নিযুক্ত করা হয়েছে ?
(ক) রঞ্জিত রথ
(খ) রাজকিরণ রাই
(গ) অলকেশ শর্মা
(ঘ) আজিম প্রেমজি ।
৩। সম্প্রতি কোন রাজ্য সরকার স্নাতকদের জন্য “টেক সেন্টার” উদ্বোধন
করবে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) রাজস্থান
(গ) মধ্য প্রদেশ
(ঘ) আসাম ।
৪। HAL সম্প্রতি কোথায় তার প্রথম বিদেশী বিপণন অফিস খুলবে ?
(ক) আয়ারল্যান্ড
(খ) মেক্সিকো
(গ) মালয়েশিয়া
(ঘ) শ্রীলংকা ।
৫। কোন রাজ্য সম্প্রতি “হর ঘর জল” সার্টিফিকেশন পেয়ে প্রথম হয়েছে
?
(ক) গোয়া
(খ) অরুণাচল প্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) ভুবনেশ্বর ।
৬। কোন রাজ্য সরকার সম্প্রতি দহি হান্ডিকে ক্রীড়া মর্যাদা দেওয়ার
ঘোষণা করেছে ?
(ক) হরিয়ানা
(খ) পাঞ্জাব
(গ) ওড়িশা
(ঘ)
মহারাষ্ট্র ।
৭। সম্প্রতি বাজাজ ইলেকট্রিক্যালস দ্বারা কে MD&CEO হিসাবে
উন্নীত হয়েছে ?
(ক) নলিন নেগি
(খ) হিমাংশু কাপানিয়া
(গ) অনুজ পোদ্দার
(ঘ) গুরদীপ রান্ধাওয়া ।
৮। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সচিব হিসাবে কাকে নিযুক্ত
করা হয়েছে ?
(ক) নকুল জৈন
(খ) শ্বেতা সিং
(গ) রাজেশ ভার্মা
(ঘ) এদের কেউ নয় ।
৯। সম্প্রতি Paytm কার সাথে “POS Equipment” ইনস্টল করতে চুক্তি
করেছে ?
(ক) Airtel
(খ) Oppo
(গ) Samsung
(ঘ) MI ।
১০। সম্প্রতি কোন ব্যাঙ্ক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে MoU স্বাক্ষর
করেছে ?
(ক) HDFC Bank
(খ) ICICI Bank
(গ) Axis Bank
(ঘ) Indian Bank ।
১২। সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের মান্ডলা প্রথম আদিবাসী ‘কার্যকরী সাক্ষর’ জেলায় পরিণত হয়েছে ।
১৩। সম্প্রতি প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে UEFA লিগ খেলেছেন মনীষা কল্যাণ ।
১৪। সম্প্রতি এশিয়ান টেক্সটাইল সম্মেলনের নবম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে নতুন দিল্লিতে ।