Daily Bengali Current Affairs 19th August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ‘ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস’ কবে পালিত হয়েছে ?
(ক) 15 আগস্ট
(খ) 16 আগস্ট
(গ) 17 আগস্ট
(ঘ) 18 আগস্ট।
২। সম্প্রতি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কোন বিশিষ্ট সদস্যের বাড়িতে
“Blue Plaque” পুরস্কার পেয়েছেন ?
(ক) গোপাল কৃষ্ণ গোখলে
(খ) বিপিন চন্দ্র পাল
(গ) দাদাভাই নওরোজি
(ঘ) কেউ নয় ।
৩। কোন রাজ্য সরকার সম্প্রতি “মুখ্যমন্ত্রী অনুপ্রীতি কোচিং স্কিম”
চালু করেছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) রাজস্থান
(গ) মধ্য প্রদেশ
(ঘ) আসাম ।
৪। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “আম্মা ও বাৎসল্য” যোজনা
চালু করেছেন ?
(ক) ওড়িশা
(খ) হরিয়ানা
(গ) সিকিম
(ঘ) রাজস্থান ।
৫। উলফগ্যাং পিটারসেন সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) হলিউড পরিচালক
(খ) ডাক্তার
(গ) গায়ক
(ঘ) কবি ।
৬। SBI সম্প্রতি কোথায় স্টার্টআপের জন্য নিবেদিত প্রথম শাখা খুলেছে
?
(ক) মুম্বাই
(খ) গোয়া
(গ) জয়পুর
(ঘ)
ব্যাঙ্গালোর ।
৭। সম্প্রতি কে NaBFID এর নতুন এম ডি হিসাবে নামকরণ করা হয়েছে
?
(ক) আজিম প্রেমজি
(খ) সুরেশ প্যাটেল
(গ) রাজকিরণ রাই
(ঘ) রঞ্জিত রথ ।
৮। সম্প্রতি চতুর্থ ভারত ফিলিপাইন কৌশলগত সংলাপ কোথায় অনুষ্ঠিত
হয়েছিল ?
(ক) কেরালা
(খ) মধ্য প্রদেশ
(গ) মানালি
(ঘ) মুম্বাই ।
৯। সম্প্রতি জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে
কে নির্বাচিত হয়েছেন ?
(ক) রবিন্দর টক্কর
(খ) হিমাংশু কাপানিয়া
(গ) গুরদীপ রান্ধাওয়া
(ঘ) নলিন নেগি ।
১০। কোন কোম্পানি সম্প্রতি 5G স্পেকট্রামের জন্য টেলিকমিউনিকেশন
বিভাগকে 8312.4 কোটি টাকা দিয়েছে ?
(ক) BSNL
(খ) JIO
(গ) Airtel
(ঘ) VI ।
১২। নিরাপদ ব্যাঙ্কিং অনুশীলনের প্রচারের জন্য HDFC Bank সম্প্রতি ‘ভিজিল আন্টি’ চালু করেছে ।