Daily Bengali Current Affairs 21st August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ‘বিশ্ব মশা দিবস’ কবে পালিত হয়েছে ?
(ক) 17 আগস্ট
(খ) 19 আগস্ট
(গ) 20 আগস্ট
(ঘ) 18 আগস্ট।
২। কোন মহিলা কুস্তিগীর সম্প্রতি বিশ্ব U-20 চ্যাম্পিয়নশিপ
2022-এ রৌপ্য পদক জিতেছেন ?
(ক) ববিতা কুমারী
(খ) হিমাংশু কাপানিয়া
(গ) প্রিয়া মালিক
(ঘ) দিব্যা মালিক ।
৩। কোন রাজ্যের প্রথম আদিবাসী ঔপন্যাসিক ‘নারায়ণ’ সম্প্রতি মারা
গেছেন ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কেরালা
(গ) মধ্য প্রদেশ
(ঘ) আসাম ।
৪। সম্প্রতি ভারত কোন দেশ থেকে ছয়টি TU-160 দূরপাল্লার বোমারু
বিমান কিনবে ?
(ক) আয়ারল্যান্ড
(খ) মেক্সিকো
(গ) রাশিয়া
(ঘ) শ্রীলংকা ।
৫। কোন রাজ্য সরকার সম্প্রতি গ্রামীণ জীবিকা পার্ক স্থাপনের ঘোষণা
করেছে ?
(ক) ছত্তিশগড়
(খ) অরুণাচল প্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) ভুবনেশ্বর ।
৬। জানুয়ারী 2023-এ 17 তম প্রবাসী ভারতীয় দিবস কোথায় আয়োজিত
হবে ?
(ক) মানালি
(খ) মুম্বাই
(গ) জয়পুর
(ঘ)
ইন্দোর ।
৭। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লার
মেয়াদ কত বছর বাড়ানো হয়েছে ?
(ক) ৫
(খ) ৭
(গ) ১
(ঘ) ৯ ।
৮। কোন ভারতীয় খেলোয়াড় সম্প্রতি Changwong 2022 শুটিং বিশ্বকাপে
স্বর্ণপদক জিতেছেন ?
(ক) রঞ্জিত রথ
(খ) রাজকিরণ রাই
(গ) রাহুল জাখর
(ঘ) আজিম প্রেমজি ।
৯। সম্প্রতি কোনটি ভারতের দ্বিতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান সংস্থা
হয়ে উঠেছে ?
(ক) Emirates
(খ) SpiceJet
(গ) Vistara
(ঘ) Go Air ।
১০। সম্প্রতি কোথায় আত্মদর্শন: সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনালের উপর
একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে ?
(ক) ব্যাঙ্গালোর
(খ) পাঞ্জাব
(গ) নতুন দিল্লি
(ঘ) রাজস্থান ।
১২। NCB সংস্থা সম্প্রতি মাদক পাচারকারীদের সাথে সম্পর্কিত ‘NIDAAN’ নামে ভারতের প্রথম পোর্টাল চালু করেছে ।