Latest

Monday, March 21, 2022

Geography GK in Bengali PDF Part - 12।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১২

 Geography GK in Bengali PDF Part - 12

Geography GK in Bengali PDF Part - 12


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 12 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১২ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


126. হিমবাহের সঙ্গে প্রবাহিত পাথরখণ্ড ও বালিসহ মিশ্র উপাদানকে একসঙ্গে কী বলে ?

উত্তরঃ- বোল্ডার ক্লে বা টিল ।

127. হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায়, সেই অংশের গ্রাবরেখাকে কী বলে ?

উত্তরঃ- প্রান্ত গ্রাবরেখা ।

128. করি হ্রদকে ফ্রান্সে কী বলে ?

উত্তরঃ- সার্ক ।

129. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে পর্বতের পাদদেশে বড়ো বড়ো প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠিত হয় , তাকে কী বলে ?

উত্তরঃ- আগামুক ।

130. উচ্চ অক্ষাংশে অবস্থিত বরফমুক্ত পর্বতের শিখরদেশগুলিকে কী বলে ?

উত্তরঃ- নুনাটক্স ।

131. পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কী ?

উত্তরঃ- সোজনে ফিয়র্ড ।

132. পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কী বলে ?

উত্তরঃ- লোব ।

133. যে কাল্পনিক সীমারেখার ওপর সারাবছর বরফ জমে থাকে , তাকে কী বলে ?

উত্তরঃ- হিমরেখা ।

134. ভারতের কোথায় ‘রসে মতানে’ ভূমিরূপ দেখা যায় ?

উত্তরঃ- কাশ্মীরের লিডার নদীর উপত্যকায় ।

135. জমাটবদ্ধ তুষার কণাকে কী বলে ?

উত্তরঃ- ফার্ন ।

136. হিমবাহ জিবের মতো এগিয়ে গেলে তাকে কী বলে ?

উত্তরঃ- ব্লো আউট ।

137. দুটি হিমযুগের মধ্যবর্তী সময়কালকে কী বলে ?

উত্তরঃ- অন্তর্বর্তী হিমযুগ ।

138. সবচেয়ে বেশি হিমবাহ কোন্ মহাদেশে দেখা যায় ?

উত্তরঃ- দক্ষিণ গোলার্ধের কুমেরু মহাদেশে ।

139. “সিফ্” শব্দের অর্থ কী ?

উত্তরঃ- সোজা তরবারি ।

140. কোন্ কোন্ অঞ্চলে বায়ুর কাজ দেখা যায় ?

উত্তরঃ- শুষ্ক মরু অঞ্চল ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ।

141. ভেন্টিফ্যাক্ট শব্দের অর্থ কী ?

উত্তরঃ- লাতিন Ventus শব্দের অর্থ বাতাস, Fact = সৃষ্ট অর্থাৎ Ventifact = বায়ুপ্রবাহের ফলে সৃষ্ট ।

142. ড্রেইকান্টার শব্দের অর্থ কী ?

উত্তরঃ- জার্মান শব্দ ‘ Dreikanter’- এর অর্থ Three sided অর্থাৎ ত্রিপার্শ্ব অর্থাৎ তিন দিক থেকে সৃষ্ট ।

143. বায়ুর ক্ষয়জাত কোন্ ভূমিরূপ দেখতে ব্রাজিল নাটের মতো ?

উত্তরঃ- ভেন্টিফ্যাক্ট ।

144. পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরু অঞ্চলের উদাহরণ দাও ।

উত্তরঃ- সৌদি আরবের রুব - আল - খালি ।

145. রেগ কী ?

উত্তরঃ- কোণাকার শিলাখণ্ডপূর্ণ মরুভূমি ।



আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১১ দেখতে ক্লিক করুন ।