Daily Bengali Current Affairs 18th August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি “পারসি নববর্ষ” কবে পালিত হয়েছে ?
(ক) 15 আগস্ট
(খ) 16 আগস্ট
(গ) 17 আগস্ট
(ঘ) 18 আগস্ট।
২। ভারতের প্রথম 3D প্রিন্টেড মানব কর্নিয়া সম্প্রতি কোথায় বিকশিত
হয়েছে ?
(ক) পুনে
(খ) গোয়া
(গ) হায়দ্রাবাদ
(ঘ) কলকাতা ।
৩। সম্প্রতি IFFM-2022-এ সেরা অভিনেতার খেতাব কে জিতেছেন ?
(ক) সিদ্ধার্থ মালহোত্রা
(খ) রণবীর সিং
(গ) শারুখ খান
(ঘ) অক্ষয় কুমার ।
৪। কোন রাজ্য সম্প্রতি স্কুল পরিচ্ছন্নতা শিক্ষা কর্মসূচির উদ্যোগ
চালু করেছে ?
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) উত্তরাখণ্ড
(ঘ) রাজস্থান ।
৫। কোন দেশের ক্রিকেটার কেভিন ও'ব্রায়েন সম্প্রতি আন্তর্জাতিক
ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ?
(ক) আয়ারল্যান্ড
(খ) শ্রীলংকা
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ভারত ।
৬। এশিয়ার বৃহত্তম সংকুচিত বায়োগ্যাস প্লান্ট সম্প্রতি কোথায়
কাজ শুরু করেছে ?
(ক) ভোপাল
(খ) গোয়া
(গ) জয়পুর
(ঘ)
সাঙ্গরুর ।
৭। সম্প্রতি কে মেক ইন্ডিয়া নং 1 মিশন শুরু করেছে ?
(ক) প্রমোদ কুমার
(খ) রাজনাথ সিং
(গ) অরবিন্দ কেজরিওয়াল
(ঘ) যোগী আদিত্যনাথ ।
৮। সম্প্রতি কতজন ব্যাডমিন্টন খেলোয়াড়কে মাস্টারকার্ড ব্র্যান্ড
অ্যাম্বাসেডর হিসেবে অন্তর্ভুক্ত করেছে ?
(ক) 8
(খ) 7
(গ) 4
(ঘ) 5 ।
৯। সম্প্রতি “বীর দুর্গাদাস রাঠোড়”-এর মূর্তি কে উন্মোচন করেছেন
?
(ক) এস জয়শঙ্কর
(খ) জগন মোহন রেড্ডি
(গ) রাজনাথ সিং
(ঘ) নরেন্দ্র মোদি ।
১০। সম্প্রতি ভ্লাদিমির পুতিনের জীবনী ‘পুতিন হিজ লাইফ অ্যান্ড টাইমস’
কার লেখা ?
(ক) অ্যান্ড্রু রাসেল
(খ) রিচার্ড হেইস
(গ) ফিলিপ শট
(ঘ) এদের কেউ নয় ।
১২। সম্প্রতি ‘উইলিয়াম রুটো’ কেনিয়া দেশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ।
১৩। সম্প্রতি মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে সুলতান আজলান শাহ কাপ ।