Daily Bengali Current Affairs 5th July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ‘Greenco’ কোন IIT-এর সাথে একটি ক্রমাগত বিজ্ঞান বিদ্যালয়
স্থাপনের জন্য চুক্তি করেছে ?
(ক) IIT Madaras
(খ) IIT Madaras
(গ) IIT Hyderabad
(ঘ) IIT Delhi ।
২। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় নিরাপত্তা মন্থন 2022 এর
আয়োজন করেছে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) পশ্চিমবঙ্গ
(গ) যোধপুর
(ঘ) তামিলনাড়ু ।
৩। সম্প্রতি স্বাধীনতা সংগ্রামী ‘আল্লুরী সীতারাম রাজুর’ 125তম
জন্মবার্ষিকী কবে পালিত হয়েছে ?
(ক) ২ জুলাই
(খ) ৪ জুলাই
(গ) ৬ জুলাই
(ঘ) ৫ জুলাই ।
৪। সম্প্রতি মহারাষ্ট্রের বিধানসভার স্পিকার হিসেবে কাকে নিযুক্ত
করা হয়েছে ?
(ক) দেবেন্দ্র ফড়নবিস
(খ) অজিত পাওয়ার
(গ) রাহুল নার্ভেকর
(ঘ) উপরের কেউই না ।
৫। কোন সংসদ সম্প্রতি তনুজা নেসরিকে আয়ুর্বেদ রত্ন পুরস্কারে সম্মানিত
করেছে ?
(ক) ফ্রান্স
(খ) ব্রিটেন
(গ) ভারত
(ঘ) ইতালি ।
৬। সম্প্রতি, সতীন্দর লাম্বা, যিনি ভারত এবং কোন দেশের মধ্যে ব্যাক
চ্যানেল আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন, 81 বছর বয়সে মারা গেছেন ?
(ক) সিঙ্গাপুর
(খ) ইংল্যান্ড
(গ) পাকিস্তান
(ঘ) বাংলাদেশ ।
৭। কে সম্প্রতি ব্রিটিশ F1 গ্র্যান্ড প্রিক্স জিতেছে ?
(ক) Sebastian Vettel
(খ) Sergio Perez
(গ) Carlos Sainz
(ঘ) Lewis Hamilton।
৮। সম্প্রতি ভারতে ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা’ বিষয়ক সম্মেলন কোথায়
আয়োজিত হবে ?
(ক) বিহার
(খ) হরিয়ানা
(গ) নতুন দিল্লি
(ঘ) অন্ধ্র প্রদেশ ।
৯। সম্প্রতি মারা গেছেন তরুণ মজুমদার, কে ছিলেন তিনি ?
(ক) গায়ক
(খ) কবি
(গ) চলচ্চিত্র প্রযোজক
(ঘ) লেখক ।
১০। সম্প্রতি কে Microsoft পার্টনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড
2022 পেয়েছেন ?
(ক) BOSCH
(খ) Wipro
(গ) HCL
(ঘ) IFC ।
১২। সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকারের সাথে ‘টাটা পাওয়ার’ চুক্তি করেছে ।
১৩। সিনি শেঠি, সম্প্রতি ফেমিনা মিস ইন্ডিয়া 2022 খেতাব জিতেছেন ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here