Daily Bengali Current Affairs 4th July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কোন মন্ত্রণালয় ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট
সংশোধন করেছে ?
(ক) অর্থ মন্ত্রণালয়
(খ) শিক্ষা মন্ত্রণালয়
(গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
(ঘ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ।
২। সম্প্রতি কোথায় ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ 2022 উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী মোদী ?
(ক) ব্যাঙ্গালোর
(খ) পশ্চিমবঙ্গ
(গ) গান্ধীনগর
(ঘ) মুম্বাই ।
৩। সম্প্রতি ‘আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস’ কবে পালিত
হয়েছে ?
(ক) ২ জুলাই
(খ) ৩ জুলাই
(গ) ৪ জুলাই
(ঘ) ৫ জুলাই ।
৪। সম্প্রতি NTPC Renewable Energy Limited কোন রাজ্য সরকারের সাথে
চুক্তি করেছে ?
(ক) হরিয়ানা
(খ) উত্তরাখণ্ড
(গ) রাজস্থান
(ঘ) মধ্য প্রদেশ ।
৫। সম্প্রতি কোথায় DRDO সফলভাবে ভারতের প্রথম পাইলটবিহীন ফাইটার
জেট পরীক্ষা করেছে ?
(ক) তেলেঙ্গানা
(খ) কর্ণাটক
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) বিহার ।
৬। সম্প্রতি ‘NATO Summit 2022’ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
(ক) শ্রীলংকা
(খ) ইংল্যান্ড
(গ) মাদ্রিদ
(ঘ) কোপেনহেগেন ।
৭। সম্প্রতি কোন ক্রিকেটার টেস্ট ম্যাচে এক ওভারে সর্বাধিক
রানের বিশ্ব রেকর্ড করেছেন ?
(ক) রোহিত শর্মা
(খ) হার্দিক পান্ডিয়া
(গ) জাসপ্রিত বুমরাহ
(ঘ) শিখর ধাওয়ান ।
৮। সম্প্রতি নাইট ফ্রাঙ্ক কর্তৃক প্রকাশিত “Asia Pacific
Sustainability Index 2021” -এ কে শীর্ষে আছে ?
(ক) বেলজিয়াম
(খ) ইজরায়েল
(গ) সিঙ্গাপুর
(ঘ) আর্জেন্টিনা ।
৯। সম্প্রতি কোথায় 5ম গ্লোবাল ফিল্ম ট্যুরিজম কনফারেন্স 2022 উদ্বোধন
করা হয়েছে ?
(ক) তেলেঙ্গানা
(খ) ব্যাঙ্গালোর
(গ) মুম্বাই
(ঘ) প্যারিস ।
১০। সম্প্রতি, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ PM-JAY-এর অধীনে কাজ করা
কতজন ডাক্তারকে সম্মানিত করেছে?
(ক) 400
(খ) 200
(গ) 1000
(ঘ) 500 ।
১১। সম্প্রতি “হ্যাবিট্যাট ওয়ার্ল্ড সিটিস রিপোর্ট 2022” প্রকাশ করেছে জাতিসংঘ ।১২। সম্প্রতি DPIIT দ্বারা প্রকাশিত ইজ অফ ডুয়িং বিজনেস ইনডেক্স 2022-এ শীর্ষে আছে অন্ধ্র প্রদেশ ।
১৩। সম্প্রতি আর্থিক স্থিতিশীলতা রিপোর্ট 2022 প্রকাশ করেছে গুজরাট ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here