Latest

Friday, July 15, 2022

Daily Bengali Current Affairs 15th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ই জুলাই ২০২২

 Daily Bengali Current Affairs 15th July 2022



প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 15th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ই জুলাই ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি কোন রাজ্য সরকার ছাত্রদের কর্মসংস্থানের জন্য ইউনিসেফের সাথে চুক্তি করেছে ?

(ক) রাজস্থান     

(খ) রাজস্থান     

(গ) নতুন দিল্লি     

(ঘ) মুম্বাই

২। সম্প্রতি প্রকাশিত টাইম আউট 2022 সূচক অনুসারে, কোন দেশের রাজধানী বিশ্বের সেরা শহর ?

(ক) ফ্রান্স      

(খ) নিউজিল্যান্ড       

(গ) স্কটল্যান্ড     

(ঘ) আয়ারল্যান্ড ।

৩। সম্প্রতি ‘বাস্তিল দিবস’ কবে পালিত হয়েছে ?

(ক) ১২ জুলাই    

(খ) ১৪ জুলাই   

(গ) ১৩ জুলাই   

(ঘ) ১৫ জুলাই

৪। সম্প্রতি কোন রাজ্যের গভর্নর “দ্য ম্যাকমোহন লাইন” বইটি প্রকাশ করেছেন ?

(ক) ছত্তিশগড়    

(খ) মুম্বাই    

(গ) হিমাচল প্রদেশ   

(ঘ) রাজস্থান

৫। সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক টানা ম্যাচ জয়ের অধিনায়ক কে হয়েছেন ?

(ক) আর অশ্বিন   

(খ) রোহিত শর্মা   

(গ) বিরাট কোহলি     

(ঘ) শিখর ধাওয়ান  

৬। সম্প্রতি কোন দেশ প্রাক্তন প্রধানমন্ত্রীকে “সুপ্রিম অর্ডার অফ দ্য ক্রাইস্যান্থেমাম” দিয়ে মরণোত্তর সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে ?

(ক) ফ্রান্স     

(খ) রাশিয়া     

(গ) জাপান     

(ঘ) আমেরিকা  

৭। সম্প্রতি পুরুষদের জন্য ICC ওডিআই র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে কে পৌঁছেছেন ?

(ক) বাংলাদেশ     

(খ) শ্রীলংকা     

(গ) ভারত    

(ঘ)  ইংল্যান্ড ।

৮। সম্প্রতি মীনা হেমচন্দ্র কোন ব্যাঙ্কের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ?

(ক) ICICI Bank    

() HDFC Bank     

(গ) Karur Vysya Bank    

(ঘ) SBI Bank

৯। সম্প্রতি প্রকাশিত WEF-এর জেন্ডার গ্যাপ রিপোর্ট 2022-এর শীর্ষে কে ?

(ক) ফিনল্যান্ড    

(খ) নরওয়ে   

(গ) আইসল্যান্ড   

(ঘ) এদের কেউ নয়  

১০। ম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ‘লুই এচেভেরিয়া’ মারা গেছেন ?

(ক) সুইডেন    

(খ) নিউজিল্যান্ড    

(গ) মেক্সিকো   

(ঘ) ফ্রান্স  

 

১১। সম্প্রতি চীন ও পাকিস্তান দেশ সী গার্ডিয়ানস মেরিটাইম মহড়ার আয়োজন করেছে।

১২। সম্প্রতি গুজরাট রাজ্যের ব্যক্তির একটি অনন্য রক্তের গ্রুপ পাওয়া গেছে ।



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here