Daily Bengali Current Affairs 16th July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি বিশ্বের দ্রুততম গ্রাফিক্স DRAM কে তৈরি করেছেন ?
(ক) Amazon
(খ) LG
(গ) Samsung
(ঘ) Google ।
২। সম্প্রতি FIFS-এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে
?
(ক) রাহুল শ্রীবাস্তব
(খ) দিনকর গুপ্ত
(গ) জয় ভট্টাচার্য
(ঘ) অতুল সিং ।
৩। সম্প্রতি “বিশ্ব যুব দক্ষতা দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ১৩ জুলাই
(খ) ১৫ জুলাই
(গ) ১৪ জুলাই
(ঘ) ১৬ জুলাই ।
৪। “অগ্নিকুল কসমস” সম্প্রতি ভারতের প্রথম ব্যক্তিগত রকেট ইঞ্জিন
কারখানা কোথায় চালু করেছে ?
(ক) কলকাতা
(খ) হায়দ্রাবাদ
(গ) চেন্নাই
(ঘ) পুনে ।
৫। সম্প্রতি ‘কানেক্টিং থ্রু কালচার’ বইটি কে চালু করেছেন ?
(ক) ধর্মেন্দ্র প্রধান
(খ) ডাঃ এস জয়শঙ্কর
(গ) রাজনাথ সিং
(ঘ) পীযূষ গয়েল ।
৬। সম্প্রতি কোন দেশ ভারত জুড়ে সমন্বিত ফুড পার্ক গড়ে তুলতে
2 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ?
(ক) ফিনল্যান্ড
(খ) রাশিয়া
(গ) সংযুক্ত আরব আমিরাত
(ঘ) আমেরিকা ।
৭। সম্প্রতি ভারত এবং কোন দেশ টেলি-শিক্ষা নিয়ে একটি ‘সমঝোতা
স্মারক’ স্বাক্ষর করেছে ?
(ক) রাশিয়া
(খ) শ্রীলংকা
(গ) মাদাগাস্কার
(ঘ) ইংল্যান্ড ।
৮। সম্প্রতি প্রকাশিত ‘ইন্ডিয়া র্যাঙ্কিং 2022’- এ কোন শীর্ষে
আছে কোন সংস্থা ?
(ক) IISc Bangalore
(খ) IIT Madras
(গ) IIT Delhi
(ঘ) IIT Khanpur ।
৯। সম্প্রতি ডেনিশ বেস লাইফ সায়েন্স কোম্পানি কে কিনেছে ?
(ক) Wipro
(খ) Microsoft
(গ) Infosys
(ঘ) TCS ।
১০। সম্প্রতি আরবিআই ওলা ফিনান্সিয়াল সার্ভিসের উপর কত কোটি টাকা
জরিমানা করেছে ?
(ক) 1.20
(খ) 1.95
(গ) 1.67
(ঘ) 1.86।
১২। সম্প্রতি সুধাকর দালেলা ভূটান দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন ।
১৩। সম্প্রতি বাংলাদেশের ফাস্ট বোলার শহিদুল ইসলামকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে ।
১৪। সম্প্রতি সাইবার নিরাপত্তায় সহযোগিতা সংক্রান্ত BIMSTEC বিশেষজ্ঞ গ্রুপের বৈঠক শুরু হয়েছে নতুন দিল্লিতে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here