Latest

Friday, June 3, 2022

Daily Bengali Current Affairs 3rd June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩রা জুন ২০২২

 Daily Bengali Current Affairs 3rd June 2022

Daily Bengali Current Affairs 3rd June 2022



প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 3rd June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩রা জুন  ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। কোন দেশে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রবীণ সৈনিক অঞ্জলাই পোনুসামি সম্প্রতি মারা গেছেন ?

(ক) বেলজিয়াম     

(খ) আমেরিকা     

(গ) মালয়েশিয়া     

(ঘ) চীন

২। কোন রাজ্য সরকার রাজীব গান্ধী গ্রামীণ অলিম্পিক পুরস্কার প্রদানের ঘোষণা করেছে ?

(ক) মহারাষ্ট্র       

(খ) পশ্চিমবঙ্গ       

(গ) রাজস্থান      (ঘ) হরিয়ানা ।

৩। ‘তেলেঙ্গানা গঠন দিবস’ কবে পালিত হয় ?

(ক) ১ জুন    (খ) ২ জুন    (গ) ৪ জুন   (ঘ) ৩ জুন  

৪। কোন সংস্থা সম্প্রতি টোব্যাকো : পয়জনিং আওয়ার প্ল্যানেট নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ?

(ক) UNESCO   

(খ) ILO    

(গ) WHO    

(ঘ) HCL

৫। ইউনিসেফের COVAX-এর অধীনে কোভিড ভ্যাকসিনের শীর্ষ প্রাপক কে হয়েছেন ?

(ক) শ্রীলংকা   

(খ) বাংলাদেশ    

(গ) ভারত   

(ঘ) নেপাল

৬। টাইমস বিজনেস অ্যাওয়ার্ড 2022 কে পেয়েছেন ?

(ক) স্বাতী ধিংড়া       

(খ) প্রীতি শর্মা       

(গ) রশ্মি সাহু      

(ঘ) বন্দিতা শর্মা  

৭। সশাস্ত্র সীমা বালের মহাপরিচালক হিসাবে কেন্দ্র কাকে নিযুক্ত করেছে ?

(ক) নটরাজন সুন্দর    

(খ) এস এল থাওসেন    

(গ) রাজেশ চন্দ্র   

(ঘ)  পৃথ্বী সিং

৮। এশিয়া কাপ হকি 2022-এ ভারতীয় পুরুষ হকি দল কোন পদক জিতেছে ?

(ক) সোনা    

() সিলভার     

(গ) ব্রোঞ্জ   

(ঘ) কেউ নয়  

৯। পেনশনভোগীদের ডিজিটাল জীবন শংসাপত্রের জন্য কোন রাজ্য সরকার IPPB-এর সাথে চুক্তি করেছে?

(ক) ওড়িশা    

(খ) পশ্চিমবঙ্গ   

 (গ) তামিলনাড়ু    

(ঘ) গোয়া  

১০। সম্প্রতি SBI অনুমান করেছে যে 2023 সালের আর্থিক বছরে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার কত শতাংশ হবে ?

(ক) ৮.৫ শতাংশ   

(খ) ৬.৫ শতাংশ    

(গ) ৭.৫ শতাংশ   

(ঘ) ৫ শতাংশ

 

১১। ভারতীয় শেফ বিকাশ খান্না, গেজেট রিভিউ দ্বারা বিশ্বের শীর্ষ 10 শেফের মধ্যে স্থান পেয়েছে ।
১২। “ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার”-এর মহাপরিচালক হয়েছেন রাজেশ গেরা ।
১৩। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি সম্প্রতি ‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কার পেয়েছেন ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here