Physical Science GK Part - 1
![]() |
Physical Science GK |
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Physical Science GK Part - 1 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১ ।। Free PDF Download ।
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের রাশি ও পরিমাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের রাশি ও পরিমাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Physical Science GK Rashi o Porimap
উঃ- নিউটন।
২) 'CGS' পদ্ধতিতে বলের একক কী ?
উঃ- ডাইন।
৩) 'SI' পদ্ধতিতে ঘনত্বের একক কী ?
উঃ- কিগ্রা / ঘনমিটার।
৪) আন্তর্জাতিক পদ্ধতি (SI) কবে প্রবর্তিত হয় ?
উঃ- ১৯৬০ সালে।
৫) ৪°c উষ্ণতায় এক ঘনসেমি জলের ভর কত ?
উঃ- ১ গ্রাম।
৬) ১ পাউন্ড সমান কত গ্রাম ?
উঃ- ৪৫৩.৬ গ্রাম।
৭) অতি ক্ষুদ্র দৈঘ্য মাপার এককের নাম কী ?
উঃ- ফামি ।
৮) 'SI' পদ্ধতিতে আলোক দীপ্তির এককের নাম কী ?
উঃ- ক্যান্ডেলা।
৯) এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার?
উঃ- ৯.৪৬৭ × ১০১২ কিলোমিটার ।
১০) এক সেকেন্ডে আলোর বেগ কত ?
উঃ- ৩ × ১০৫ কিলোমিটার।
১১) 'SI' পদ্ধতিতে ৭ টি প্রধান রাশির ৭ টি একককে মূল এককের মর্যাদা দেওয়া হয়েছে সেগুলি কী কী ?
উঃ- দৈঘ্য, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, ভর, সময়, আলোক দীপ্তি।
১২) পৃথিবীর কেন্দ্র থেকে ভূ-পৃষ্ঠের উপরে থাকা কোনো বস্তুর দূরত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের কোন সম্পর্ক ?
উঃ- ব্যাস্ত সম্পর্ক (দূরত্ব বাড়লে ত্বরণের মান কমে)।
১৪) আবর্তন বেগ বেড়ে গেলে ওজনের কী পরিবর্তন হয় ?
উঃ- ওজন হ্রাস পায়।
১৩) ভরের পরিবর্তনের একটি কারণ লেখ ?
উঃ- আবর্তন।
১৫) আবর্তন বেগ বন্ধ হয়ে গেলে ওজনের কী পরিবর্তন হয় ?
উঃ- ওজন বৃদ্ধি পায়।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।