Latest

Saturday, June 4, 2022

Daily Bengali Current Affairs 4th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৪ঠা জুন ২০২২

 Daily Bengali Current Affairs 4th June 2022

Daily Bengali Current Affairs 4th June 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 4th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৪ঠা জুন  ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সর্বভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের 59তম সাধারণ সম্মেলনের উদ্বোধন করেন কে ?

(ক) নরেন্দ্র মোদি     

(খ) অমিত শাহ     

(গ) রাম নাথ কোবিন্দ     

(ঘ) এদের কেউ নয়

২। কোন রাজ্য সরকার কলোনি এবং রাস্তার নাম বাবাসাহেব আম্বেদকরের নামে ঘোষণা করেছে ?

(ক) রাজস্থান       

(খ) পশ্চিমবঙ্গ       

(গ) দিল্লী      

(ঘ) হরিয়ানা ।

৩। ‘বিশ্ব বাইসাইকেল দিবস’ কবে পালিত হয় ?

(ক) ২ জুন    

(খ) ৩ জুন    

(গ) ৪ জুন   

(ঘ) ৫ জুন  

৪। META এর নতুন চিফ অপারেটিং অফিসার কে হয়েছেন ?

(ক) বিকাশ খান্না   

(খ) সঞ্জীব কাপুর    

(গ) জাভিয়ের অলিভান    

(ঘ) কেউ নয়

৫। কোন রাজ্য ‘জাতি ভিত্তিক গণনা’ নামে বর্ণ ভিত্তিক আদমশুমারি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ?

(ক) পাঞ্জাব   

(খ) বিহার    

(গ) রাজস্থান   

(ঘ) হরিয়ানা

৬। টাইটান রাগা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে ?

(ক) কৃতি স্যানন       

(খ) প্রীতি শর্মা       

(গ) আলিয়া ভাট      

(ঘ) বন্দিতা শর্মা  

৭। কে SEBI-এর পূর্ণকালীন সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছেন ?

(ক) নটরাজন সুন্দর    

(খ) অশ্বনী ভাটিয়া    

(গ) রাজেশ চন্দ্র   

(ঘ)  পৃথ্বী সিং

৮। 20তম বছরের জন্য ইউনিসেফের শুভেচ্ছা দূত কে থাকবেন ?

(ক) অমিতাভ বচ্চন    

() কপিল দেব     

(গ) শচীন টেন্ডুলকার   

(ঘ) বিরাট কোহলি  

৯। কে দেশব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রাইডার সাইকেল র‌্যালি চালু করেছে ?

(ক) রাজনাথ সিং    

(খ) রামনাথ কোবিন্দ    

(গ) অনুরাগ ঠাকুর    

(ঘ) নরেন্দ্র মোদি  

১০। সম্প্রতি ভজন সোপরী মারা গেছেন তিনি কে ?

(ক) লেখক   

(খ) কবি    

(গ) সন্তুর বাদক   

(ঘ) গায়ক

 

১১। দেশের প্রথম কৃষি জমির মূল্য সূচক চালু করেন IIM Ahmedabad।
১২। “Bureau of Civil Aviation Security”-এর নতুন মহাপরিচালক হয়েছেন জুলফিকার হাসান।
১৩। তুরস্কের নাম পরিবর্তন করে তুর্কি করার অনুমোদন দিয়েছেন জাতিসংঘ ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here