Latest

Sunday, January 18, 2026

Daily Current Affairs 18th January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই জানুয়ারি ২০২৬

Daily Current Affairs 18th January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই জানুয়ারি ২০২৬

Daily Current Affairs 18th January 2026

Daily Current Affairs 18th January 2026

নমস্কার, বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Current Affairs 18th January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই জানুয়ারি ২০২৬।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Current Affairs 18th January 2026
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। ২০২৬ সালে কোন বিমান সংস্থাকে বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে?

(ক) কাতার বিমান সংস্থা   

(খ) ক্যাথে প্যাসিফিক   

(গ) তিহাদ এয়ারওয়েজ   

(ঘ) এদের কেউই নয়


২। সম্প্রতি বিশ্ব ধর্ম দিবস ২০২৬কবে পালিত হয়েছে?

(ক) ১৬ই জানুয়ারী  

(খ) ১৫ই জানুয়ারী   

(গ) ১৮ই জানুয়ারী   

() ১৭ই জানুয়ারী


৩। সম্প্রতি Coromandel International কোন IIT-এর সাথে গবেষণা কেন্দ্রের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(ক) IIT পাটনা     

(খ) IIT মুম্বাই      

(গ) IIT মাদ্রাজ      

(ঘ) IIT দিল্লি


৪। Meta সম্প্রতি কাকে তার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছে?

(ক) লরা উলভাত    

(খ) টবি কেয়ার্স    

(গ) ডিনা পাওয়েল ম্যাককরমিক    

(ঘ) এদের কেউ নয়


৫। সম্প্রতি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের ভিজিল্যান্স কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(ক) প্রবীণ বশিষ্ঠ   

(খ) রাকেশ আগরওয়াল    

(গ) বিকাশ চাড্ডা   

(ঘ) এদের কেউই নয়


৬। সম্প্রতি গভীর সমুদ্রে ৩০০ বছরের পুরনো একটি বিশাল কালো প্রবাল কোথায় আবিষ্কৃত হয়েছে?

(ক) ভারত   

(খ) মালদ্বীপ   

(গ) নিউজিল্যান্ড   

(ঘ) অস্ট্রেলিয়া


৭। সম্প্রতি কোন সংস্থা একটি নতুন অনুবাদ AI মডেল, Translate Gemma চালু করেছে?

(ক) ChatGPT   

(খ) Perplexity   

(গ) Google   

(ঘ) কোনটিই নয়


৮। সম্প্রতি, কোন দেশের ফাইক নদীকে বিশ্বের প্রাচীনতম প্রবাহমান নদী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?

(ক) জার্মানি   

() মিশর    

(গ) অস্ট্রেলিয়া   

(ঘ) ইতালি


৯। কোন রাজ্য সম্প্রতি মহিলা উদ্যোক্তাদের জন্য গৃহলক্ষ্মী পোর্টাল চালু করেছে?

(ক) তেলেঙ্গানা       

(খ) গুজরাট          

(গ) কর্ণাটক        

(ঘ) কেরালা


১০। সম্প্রতি ভারতের ৯২তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন?

(ক) ইলামপার্থি এ.আর.   
(খ) আর্য বশিষ্ঠ    
(গ) রাহুল বি এস   
(ঘ) এদের কেউই নয়

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।