Environmental Studies Question-Answer Part - 5
![]() |
Environmental Studies Question-Answer Part - 5 |
৫৬। ইনসিটু
সংরক্ষনের উদাহরণ কি কি ?
উঃ জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ।
৫৭। ‘পরিবেশ শিক্ষা’ কথাটি প্রথম কোন সম্মেলনে ব্যবহার হয়েছিল ?
উঃ ১৯৪৮ সালে IUCN সম্মেলনে।
৫৮। শ্রীযুক্ত ভি. কে. শেঠ ১৯৬৮ সালে ভারতের বনভূমিকে কয় ভাগে ভাগ করেন
?
উঃ ১৬ টি।
৫৯। কোন তাপমাত্রায় প্রাকৃতিক গ্যাসকে লিকুইফায়েড ন্যাচারাল গ্যাসে পরিণত
করা যায় ?
উঃ (-১৮৪০c)
৬০। জলে আর্সেনিক দূষণের ফলে কোন কোন রোগ হয় ?
উঃ ফ্লুয়োসিস, মেলানোসিস।
৬১।Smog এর উপাদান কি কি ?
উঃ O3 এবং PAN
৬২। ফাইলেরিয়া কি ঘটিত রোগ ?
উঃ কৃমিঘটিত।
৬৩। কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি ?
উঃ ভিব্রিও কলেরি।
৬৪। পাখির দ্বারা বিস্তার লাভ করে রোগের নাম কি ?
উঃ অরনিথেসিস।
৬৫। বিজনোসিস রোগ কাদের দেখা যায় ?
উঃ বস্ত্রশিল্পের শ্রমিকদের।
৬৬। ব্রংকাইটিস, অ্যাজমা রোগ সৃষ্টির মূল কারণ কি?
উঃ বায়ুদূষণ।
৬৭। আনবিক বিকিরণের বিপদমাত্রা কত ?
উঃ ১০০ র্যাড।
৬৮। কোনো অঞ্চলে আণবিক বিকিরণের মাত্রা ৭৫ থেকে ১২৫ র্যাড থাকলে কোন রোগটির
লক্ষন প্রকাশ পায় ?
উঃ লিউকোমিয়া।
৬৯। সমুদ্রতট ও নদীর মধ্যবর্তী স্থানান্তরিত জলাভূমিকে কি বলে ?
উঃ এসচুয়ারী।
৭০। জাপানে পারমানবিক বিস্ফোরণ ঘটে কত সালে ?