Latest

Friday, July 1, 2022

Daily Bengali Current Affairs 1st July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১লা জুলাই ২০২২

 Daily Bengali Current Affairs 1st July 2022

Daily Bengali Current Affairs 1st July 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 1st July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১লা জুলাই ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি মহারাষ্ট্রের ‘ঔরঙ্গাবাদ জেলা’ কি নামকরণ করা হয়েছে ?

(ক) ভোঁসলে নগর     

(খ) বসবেশ্বর নগর     

(গ) সম্ভাজি নগর     

(ঘ) পেশওয়া নগর  

২। ভারত সম্প্রতি সফলভাবে High-Speed Expandable Aerial Target ‘ABHYAS’ কোথায় সফলভাবে পরীক্ষা করেছে ?

(ক) মহারাষ্ট্র      

(খ) পশ্চিমবঙ্গ       

(গ) ওড়িশা     

(ঘ) ত্রিশুর ।

৩। সম্প্রতি আন্তর্জাতিক গ্রহাণু দিবস কবে পালিত হয়েছে ?

(ক) ২৭ জুন    

(খ) ৩০ জুন   

(গ)  ২৮ জুন   

(ঘ) ২৯ জুন  

৪। ISRO সম্প্রতি ‘PSLV-C53’ রকেট কোথায় উৎক্ষেপণ করেছে ?

(ক) ওড়িশা    

(খ) হরিয়ানা    

(গ) অন্ধ্র প্রদেশ  

(ঘ) মধ্য প্রদেশ

৫। সম্প্রতি অরুণাচল প্রদেশের কোন নদীর উপর ভগবান পরশুরামের 51 ফুট লম্বা মূর্তি স্থাপন করা হবে?

(ক) ইমরা    

(খ) আসাম    

(গ) দিবাং     

(ঘ) বিহার  

৬। ফার্ডিনান্স মার্কোস জুনিয়র সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন ?

(ক) নরওয়ে    

(খ) অস্ট্রেলিয়া     

(গ) ফিলিপাইন     

(ঘ) সুইডেন  

৭। সম্প্রতি ‘ইন্ডিয়ান স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড 2022’-এ কাকে সম্মানিত করা হয়েছে ?

(ক) রুচিরা কাম্বোজ   

(খ) তপন কুমার ডেকা   

(গ) কার্তিকেয় শর্মা    

(ঘ)  সতীশ চন্দ্র ।

৮। সম্প্রতি কোন দেশ তার প্রথম কোভিড ভ্যাকসিন ‘স্কাইকোভিভান’ উৎপাদন ও বিক্রির অনুমোদন দিয়েছে ?

(ক) বেলারুশ    

() আর্জেন্টিনা     

(গ) দক্ষিণ কোরিয়া    

(ঘ) বেলজিয়াম  

৯। সম্প্রতি কে নিউজিল্যান্ড থেকে চাঁদে ‘ক্যাপস্টোন’ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে ?

(ক) ISRO    

(খ) CNSA    

(গ) NASA    

(ঘ) Space X  

১০। সম্প্রতি আমেরিকার কংগ্রেস আসনের জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারি কে জিতেছেন ?

(ক) তপন কুমার ডেকা    

(খ) অর্জুন মুন্ডা    

(গ) রাজা কৃষ্ণমূর্তি   

(ঘ) কস্তুরী সাবেকার  


১১। সম্প্রতি অভিনেত্রী অম্বিকা রাও মারা গেছেন ।
১২। তেলেঙ্গানা রাজ্য সরকার সম্প্রতি “টি হাব” সুবিধা চালু করেছে ।



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here