WBSSC GROUP-D SYLLABUS
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি WBSSC GROUP-D SYLLABUS || পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা কমিশনের গ্রুপ- ডি সিলেবাস || FREE PDF DOWNLOAD ।
আশা করছি তোমাদের উপকারে আসবে ।
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কমিশন দ্রুত তাদের শূন্য পদের সংখ্যা চেয়ে পাঠিয়েছে ফলে বুঝতেই পারছো খুব শিগ্রই নোটিশ দেবে । তাই আমি তোমাদের আজকে WBSSC GROUP- D SYLLABUS সম্পর্কে আলোচনা করছি ।
WBSSC GROUP-D SYLLABUS
পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা কমিশনের গ্রুপ- ডি সিলেবাস
SYLLABUS FOR THE POST OF GROUP - D (STAFF)
(WRITTEN EXAMINATION)
WBSSC GROUP-D SYLLABUS
পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন গ্রুপ-ডি (স্টাফ) নিয়োগ পরীক্ষার বিস্তারিত সিলেবাস।
সাধারণ জ্ঞান – ১৫ নম্বর
আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সাধারণ জ্ঞান এবং সমাজের উপর এটির প্রয়োগ বা প্রভাব ।
কারেন্ট অ্যাফেয়ার্স – ১৫ নম্বর
বর্তমান ঘটনা এবং প্রতিদিন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা, ভারত এবং অন্যান্য দেশ বিশেষত খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।
পাটিগণিত – ১৫ নম্বর
সরলকরণ, দশমিক, পুনরাবৃত্ত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, ল.সা.গু, গ.সা.গু, অংশীদারি, গড়, অনুপাত এবং অনুপাত, শতাংশ, লাভ-ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় এবং কার্য, সময়-দূরত্ব প্রভৃতি ।
নম্বর বিভাজনঃ-
লিখিত পরীক্ষা – ৪৫
ইন্টারভিউ - ৫
মোট - ৫০
শিক্ষাগত যোগ্যতাঃ-
রাজ্যের যেকোনো অনুমোদিত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে ।
WBSSC GROUP- D SYLLABUS সম্পূর্ণ বাংলায় ডাউনলোড করুন - ডাউনলোড করুন ।
WBSSC GROUP- D SYLLABUS সম্পূর্ণ ইংরাজিতে ডাউনলোড করুন - Download Here .