Environmental Studies Question-Answer Part - 6
![]() |
Environmental Studies Question-Answer Part - 6 |
৭১।
বংশগতি মতবাদের প্রবক্তা কে ?
উঃ মেন্ডেল।
৭২। সূর্যের মধ্যে সর্বদা কোন নিউক্লিও বিক্রিয়া সংঘটিত
হয় ?
উঃ নিউক্লিয় সংযোজন ।
৭৩। জলে ভাসমান বস্তুর প্রকাশের এককের নাম কি ?
উঃ মিলিগ্রাম/লিটার।
৭৪। পরিবেশ বান্ধব কাজ বা বস্তুকে কি বলে?
উঃ ইকোফ্রেন্ডলি।
৭৫। দুটি বাস্তুতান্ত্রিক জীবগোষ্ঠীর বাসস্থানের অন্তবর্তী
জিব সম্প্রদায়কে কি বলে ?
উঃ ইকোটোন।
৭৬। ভারতে দূষণমাত্রা কাদের দ্বারা নির্ধারিত হয়
?
উঃ ভারতীয় মানক সংস্থা দ্বারা।
৭৭। অভঙ্গুর বা নন–ডিগ্রেডেবল দূষক কি কি ?
উঃ ডিডিটি, গ্যামাক্সিন, অ্যালড্রিন ইত্যাদি হল অভঙ্গুর
দূষক।
৭৮। ক্যানসার সৃষ্টি করতে পারে কোন দূষকের প্রভাবে
?
উঃ ক্লোরোবেঞ্জিন।
৭৯। ক্ষতিকর বিভিন্ন ছত্রাক ও ফুলের রেণু থেকে কি
কি রোগ হতে পারে ?
উঃ অ্যালার্জি ও হাঁপানি।
৮০। ধোঁয়াশা তৈরি হয় কি কি থেকে ?
উঃ ধোঁয়া ও কুয়াশা থেকে।
৮১। উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে যায় কোন গ্যাসের
প্রভাবে ?
উঃ SO2
৮২। কোন গ্যাসের প্রভাবে গাছের পাতায় খয়েরি দাগ হয়
?
উঃ NO2
৮৩। উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের ক্ষতি করে কোন গ্যাস
?
উঃ ওজন
৮৪। কিডনি বা লিভারের স্থায়ী ক্ষতি করে কি কি ?
উঃ কীটনাশক ও আগাছানাশক
৮৫। কোন ধাতুর প্রভাবে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহান করতে
পারে ?