Environmental Studies Question-Answer Part - 4
![]() |
Environmental Studies Question-Answer Part - 4 |
৪১। ভিটামিন
“A” এর অভাবে কোন রোগ হয় ?
উঃ রাতকান, কেরাটোম্যালেশিয়া, ফ্রিনোডার্মা
ইত্যাদি।
৪২। ভিটামিন “B” এর অভাবে কোন রোগ হয় ?
উঃ বেরিবেরি(B1),পার্নিসিয়াস আনিমিয়া(B12),
স্টোমাটাইটিস(B2)।
৪৩। ভিটামিন “C” এর অভাবে কোন রোগ হয় ?
উঃ স্কার্ভি।
৪৪। ভিটামিন “D” এর অভাবে কোন রোগ হয় ?
উঃ রিকেট, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া,
টিট্যানি, স্কোলিওসিস, নক-নি।
৪৫। ভিটামিন “E” এর অভাবে কোন রোগ হয় ?
উঃ রক্তাল্পতা।
৪৬। পৃথিবী থেকে বিলুপ্ত প্রজাতির নাম কি কি
?
উঃ মরিশাসের ডোডো পাখি, মেরু অঞ্চলের গ্রেট
অক, উত্তর আমেরিকার ল্যাবডার হাঁস, প্যাসেঞ্জার পায়রা।
৪৭। ভারত থেকে বিলুপ্ত প্রজাতির নাম কি ?
উঃ ছোটো একশৃঙ্গ গন্ডার , জর্ডনস, কোর্সার,
গোলাপি মাথাবিশিষ্ট হাঁস, পাহারি বটের পাখি।
৪৮। বন্য পরিবেশে অবলুপ্ত প্রজাতির নাম কি
?
উঃ দৈত্যাকার কাঠবেড়ালি।
৪৯। অতিসংকটাপন্ন প্রজাতির নাম কি কি?
উঃ আমেরিকার ওক, সুমাত্রার কলসপত্রী, এশিয়া মহাদেশের সিংহ, চৌশিংগা হরিন।
৫০। বিপন্ন প্রজাতির নাম কি কি ?
উঃ সর্পগন্ধা, চন্দন প্রভৃতি উদ্ভিদ, নীল তিমি,
এশিয়া মহাদেশের মোষ।
৫১। ভারতের বিপন্ন প্রানীর নাম কি কি ?
উঃ একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার,
লায়ন টেইলড ম্যাকক, রেড পাণ্ডা, শকুন, তুষার চিতা, গঙ্গার শুশুক।
৫২। ভারতের বিপন্ন উদ্ভিদ কি কি ?
উঃ সর্পগন্ধা, ঘৃতকুমারী, সূর্যশিশির, কলসপত্রী,
নিটাম, সাইকাস।
৫৩। বিপদ্গ্রস্ত প্রজাতি নাম কি কি ?
উঃ মেক্সিকোর পাইন, আফ্রিকার সিংহ, বন্য চমরী
গাই।
৫৪। কম বিপদ্গ্রস্ত প্রজাতি ?
উঃ নাগকেশর পাইন, তিব্বতের বাঁদর, কিলার তিমি।
৫৫। এক্স-সিটু সংরক্ষনের উদাহরণ কি কি?