ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি ।। Vice President in the Indian Constitution ।। Free PDF Download ।
উপরাষ্ট্রপতি (Vice President)
v পার্লামেন্টের দুটি কক্ষের সদস্যদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে
গোপন ব্যালেটে
নির্বাচিত
হন । এই নির্বাচনে মনোনীত সদস্য গণও অংশগ্রহণ করতে পারেন ।
v উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সমস্ত বিতর্ক ও বিরোধ নিষ্পত্তি করার অধিকার একমাত্র সুপ্রিমকোর্টের আছে ।
যোগ্যতামান(Qualification)
(ক) ভারতের নাগরিক হতে হবে ।
(খ) বয়স ৩৫ বছরের বেশি হতে হবে ।
(গ) প্রার্থীর রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হবার যোগ্যতা থাকা প্রয়োজন ।
(ঘ) তিনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল অথবা কেন্দ্রীয় মন্ত্রী পদে ছাড়া অন্য কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না ।
v উপরাষ্ট্রপতির কার্যকালের
সময় ৫ বছর ।
তারপর তিনি পূর্ণ নির্বাচিত হতে পারেন ।
v এই নির্ধারিত কালের আগেও তার মেয়াদ শেষ হতে পারে যদি তিনি পদত্যাগ করেন অথবা তাকে অপসারণ করা হয় । রাজ্যসভায় যদি তার অপহরণের জন্য সদস্যদের সংখ্যাধিক্যে একটি সংকল্প গ্রহণ করা হয় এবং লোকসভা যদি সেই সংকল্প সমর্থন করে তাহলে তাকে অপসারণ করা যেতে পারে ।
v রাষ্ট্রপতির
পরেই উপরাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ পদাধিকারী ।
v উপরাষ্ট্রপতির কোন নির্দিষ্ট কর্তব্যকর্ম না থাকলেও তিনি পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি হন । যেহেতু তিনি রাজ্যসভার সদস্য নন, তাই তার ভোট দেওয়ার কোন অধিকার নেই ।
v ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে তিনি কোনো বেতন পাওয়ার অধিকারী নযন, কিন্তু তিনি রাজ্যসভার সভাপতি হিসাবে বেতন ও ভাতা পাওয়ার অধিকারী ।
v সমস্ত
রকম বিল, সংকল্প
বা প্রস্তাব তার সম্মতি ছাড়া রাজ্য সভায় উত্থাপন করা যায় না ।
v যদি রাষ্ট্রপতি পদে শূন্যতা সৃষ্টি হয় তাহলে রাষ্টপতির কর্ম সম্পাদন করেন উপরাষ্ট্রপতি
। নিম্নলিখিত পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্যালয়ে
কার্য সম্পাদন
করবেনঃ
(ক) রাষ্ট্রপতির মৃত্যু । (খ) রাষ্ট্রপতির ইস্তফাদান ।
(গ) রাষ্ট্রপতির অপসারণ । (ঘ) অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে যখন রাষ্ট্রপতি কর্ম সম্পাদনে অপরাগ হন ।
v রাষ্ট্রপতি হিসাবে কাজ করার সময় তিনি রাজ্যসভার সভাপতি হিসেবে কর্ম সম্পাদন করতে পারবেন না এবং রাজ্যসভার সভাপতি হিসাবে বেতন পাওয়ার অধিকারী নন । উক্ত সময়ে তিনি রাষ্ট্রপতির জন্য বরাদ্দ বেতন ও ভাতা পাওয়ার অধিকারী ।
ভারতের উপরাষ্ট্রপতিগণ(Vice President of India)
নাম | কার্যকাল |
---|---|
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন |
১৯৫২-১৯৬২ |
ডঃ জাকির হোসেন |
১৯৬২-১৯৬৭ |
ভি.ভি.গিরি |
১৯৬৭-১৯৬৯ |
গোপালস্বরূপ পাঠক |
১৯৬৯-১৯৭৪ |
ডঃ বাসাপ্পা দানাপ্পা জাত্তি |
১৯৭৪-১৯৭৯ |
জাস্টিস মহম্মদ হেদায়েতুল্লাহ |
১৯৭৯-১৯৮৪ |
রামাস্বামী ভেঙ্কটরামন |
১৯৮৪-১৯৮৭ |
ডঃ শঙ্কর দয়াল শর্মা |
১৯৮৭-১৯৯২ |
কে.আর.নারায়ণ |
১৯৯২-১৯৯৭ |
কৃষ্ণ কান্ত |
১৯৯৭-২০০২ |
ভৈরোঁ সিং শেখাওয়াত |
২০০২-২০০৭ |
হামিদ আনসারি |
২০০৭-২০১৭ |
ভেঙ্কাইয়া নাইডু |
২০১৭-বর্তমান |