Latest

Monday, April 28, 2025

Daily Bengali Current Affairs 28th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৮শে এপ্রিল ২০২৫

Daily Bengali Current Affairs 28th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৮শে এপ্রিল ২০২৫

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৮শে এপ্রিল ২০২৫

Daily Bengali Current Affairs 28th April 2025 

নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 28th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৮শে এপ্রিল ২০২৫।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 28th April 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সাম্প্রতিক Henley & Partners's World Wealth Report 2025 অনুসারে, কোন আন্তর্জাতিক শহরটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ?

(ক) লন্ডন     

(খ) প্যারিস    

(গ) মোনাকো   

(ঘ) রোম


২। সম্প্রতি বিশ্ব নকশা দিবসকবে পালিত হয়েছে ?


(ক) ২৬ শে এপ্রিল  

(খ) ২৫ শে এপ্রিল   

(গ) ২৭ শে এপ্রিল   

()  ২৮ শে এপ্রিল


৩। সম্প্রতি, ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া দস্তলিকের ষষ্ঠ সংস্করণ শেষ হয়েছে ?


(ক) জাপান   

(খ) ফ্রান্স   

(গ) উজবেকিস্তান   

(ঘ) স্পেন


৪। সম্প্রতি, জাতীয় ইস্পাত নীতির অধীনে, ভারত কবে নাগাদ 300 মিলিয়ন টন ইস্পাত উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে ?


(ক) ২০৫০    

(খ) ২০২৮     

(গ) ২০৩০     

(ঘ) কোনটিই নয়


৫। সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?


(ক) অনন্ত আম্বানি   

(খ) ইশা আম্বানি    

(গ) আকাশ আম্বানি    

(ঘ) সলিলা পান্ডে


৬। সম্প্রতি ভারতের প্রথম ভাসমান ঘাট টি কোথায় তৈরি হবে ?


(ক) বারাণসী   

(খ) মথুরা   

(গ) মুম্বাই   

(ঘ) অযোধ্যা


৭। সম্প্রতি কোন বাহিনী বঙ্গোপসাগরে আঞ্চলিক পর্যায়ে অনুসন্ধান ও উদ্ধার মহড়া শুরু করেছে ?


(ক) ভারতীয় নৌবাহিনী   

(খ) ভারতীয় বিমান বাহিনী   

(গ) ভারতীয় কোস্ট গার্ড বাহিনী   

(ঘ) কোনটিই নয় 


৮। গত এক দশকে সম্প্রতি ভারতে কত মিলিয়ন মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে ?


(ক) ১৫০   

() ১০০    

(গ) ১৭১   

(ঘ) ১৬০


৯। সম্প্রতি আসাম রাইফেলস কর্তৃক কুকুর পরিচালনাকারী প্রথম মহিলা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে

?


(ক) টি রবিশঙ্কর   

(খ) এস আইয়ার    

(গ) শ্রীলক্ষ্মী পিভি   

(ঘ) হরদীপ সিং পুরী


১০। সম্প্রতি ভারতে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের দ্বিতীয় ব্যাচ কোন দেশে পাঠানো হয়েছে ?


(ক) নেপাল   

(খ) ফিলিপাইন   

(গ) আমেরিকা   

(ঘ) জাপান



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।