Latest

Thursday, March 24, 2022

Life Science GK Bengali PDF Part - 49 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৯

 Life Science GK Bengali PDF Part - 49

Life Science GK Bengali PDF Part - 49
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 49 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৯ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali Snayutontro


৭৮) স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল করে ?

উঃ- নিউরোগ্লিয়া ।

৭৯) নিউরোনের দীর্ঘ প্রবর্ধককে কী বলে ?

উঃ- অ্যাক্সন ।

৮০) নিউরোনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কে ?

উঃ- নিউরোনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে নিউরোগ্লিয়া কোশ ।

৮১) টেলোডেনড্রিয়া কী ?

উঃ- অ্যাক্সনের শেষ প্রান্ত অসংখ্য শাখাপ্রশাখায় বিভক্ত হয় । এই শাখাগুলিকে টেলোডেনড্রিয়া বলে ।

৮২) নিউরোনের ক্ষুদ্র ও শাখাযুক্ত প্রবর্ধককে কী বলে ?

উঃ- ডেনড্রন ।

৮৩) ডেনড্রাইট কাকে বলে ?

উঃ- ডেনড্রনের এক - একটি শাখাকে ডেনড্রাইট বলে ।

৮৪) স্বোয়ান কোষ কোথায় অবস্থিত ?

উঃ- নিউরোলেম্মার নীচে থাকে।

৮৫) অ্যাক্সন কোষদেহের যে অংশে যুক্ত থাকে তাকে কী বলে ? বা , কোষদেহের কোন অংশ থেকে অ্যাক্সন উৎপন্ন হয় ?

উঃ- অ্যাক্সন হিলক্ ।

৮৬) সমস্ত স্নায়ুতত্তুতে মায়োলীন আবরণ থাকে কি ?

উঃ- না।

৮৭) স্নায়ুর আবরণের নাম কী ?

উঃ- এপিনিউরিয়াম ।

৮৮) কোন্ প্রাণীতে প্রথম স্নায়ুতন্ত্রের আবির্ভাব ঘটে ?

উঃ- একনালীদেহী প্রাণী হাইড্ৰায় ।

৮৯) নিউরোনের অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে কোনটির ব্যাস আগাগোড়া প্রায় সমান থাকে ?

উঃ- অ্যাক্সন

৯০) P.N.S.- এর পুরো নাম কী ?

উঃ- পেরিফেরাল নার্ভাস সিস্টেম ।

৯১) A.N.S এর পুরো নাম কী ?

উঃ- অটোনোমিক নার্ভাস সিস্টেম ।

৯২) মায়োলীন আবরণ কী কী দিয়ে নির্মিত ?

উঃ- প্রোটিন ও ফ্যাট ।

৯৩) মানুষের মস্তিষ্ক কীসের মধ্যে সুরক্ষিত থাকে ? 

উঃ- করোটির মধ্যে ।

৯৪) মানুষের সুষুম্নাকাণ্ড কীসের মধ্যে সুরক্ষিত থাকে ?

উঃ- মেরুদণ্ডের কশেরুকার গহ্বরের মধ্যে ।

৯৫) মানুষের সুষুম্নাকাণ্ড নিরেট না ফাঁপা ?

উঃ- ফাঁপা ।

৯৬) হৃদযন্ত্রের কাজ কোন্ স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

উঃ- স্বতঃক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা ।

৯৭) সাইন্যাপটিক ব্যবধান কী ?

উঃ- সাইন্যাপসে প্রি - সাইন্যাপটিক মেমব্রন ও পোষ্ট সাইন্যাপটিক মেমব্রনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে (200Å) সাইন্যাপটিক ব্যবধান বলে ।

৯৮) গ্লিয়াল কোষ কী ?

উঃ- স্নায়ুতন্ত্রে উপস্থিত এক রকমের ধারক কোশকে গ্লিয়াল কোশ বা নিউরোগ্লিয়া বলে । এরা তিন রকমের, যথা : (i) অ্যাস্ট্রোসাইট , (ii) অলিগোডেনড্রোগ্লিয়া, (iii) মাইক্রোগ্লিয়া ।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৮ দেখুন ।